চ্যাম্পিয়ন মোহামেডানকে হারাল কিংস, আরামবাগ ম্যাচে থ্রোয়ার ‘গোলদাতা’

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আজ (শুক্রবার) বাংলাদেশ লিগে তারা ০-২ গোলে বসুন্ধরা কিংসের কাছে হেরেছে। মৌসুমের প্রথম ম্যাচেও মোহামেডানকে হারায় কিংস।
ঘরোয়া ফুটবলে কিংস টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। গত মৌসুমে তাদের সেই সাফল্যে ছেদ টানে। কিংস অ্যারেনায় কিংসকে হারিয়েছিল মোহামেডানই। কিংস পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হলেও মোহামেডানের বিপক্ষে পয়েন্ট পেতে তাদের অনেক ঘাম ঝরাতে হয়। ঘরোয়া ফুটবলে মোহামেডান-কিংস লড়াই মানেই মাঠের বাইরে উত্তেজনা। গতকাল মোহামেডান কিংস অ্যারেনায় অনুশীলন করতে পারেনি। বাইলজে থাকার পরও অনুশীলনের সুযোগ না পাওয়ায় তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আজ কিংস অ্যারেনায় স্বাগতিকরা দুই অর্ধে একটি করে গোল করে। ১৫ মিনিটে রাকিব হোসেনের গোলে লিড নেয়। মোহামেডান গোল পরিশোধের চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধে ইনজুরি সময়ে ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোলে কিংসের জয় সুনিশ্চিত হয়। এই জয়ে বসুন্ধরা ৬ ম্যাচে ১৬ পয়েন্টে টেবিলের শীর্ষে। মোহামেডান সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
আজ লিগের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে স্বাগতিক আরামবাগ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। প্রথমার্ধেই দুই গোল করে তারা। ৩২ মিনিটে রাহাতের থ্রো ইন থেকে গোল পায় আরামবাগ। অথচ রেফারি গোলদাতার নাম হিসেবে রাহাতের নামই দিয়েছে। থ্রো ইন থেকে সরাসরি গোল হওয়ার নিয়ম নেই। রাহাতের লম্বা থ্রো ইন ব্রাদার্সের গোলরক্ষকের একটু সামনে নিচু হয়ে পড়ে। সেখানে আরামবাগের শাওনের মাথা ছুঁয়েছে কিনা এটা নিয়ে অস্পষ্টতা রয়েছে। যদিও গোলের পর বল তার মাথা ছুঁয়েছে দাবি করতে দেখা গেছে। ব্রাদার্সের ফুটবলাররা অবশ্য কোনো প্রতিবাদ করেননি। কিন্তু থ্রো ইন করা রাহাতের নাম গোলদাতা হওয়া রীতিমত অদ্ভুত। ওই ম্যাচে রেফারিং করেছেন আনিসুর রহমান সাগর আর ম্যাচ কমিশনার এসএম সাদাত হোসেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হলেও ফুটবলের আইন কানুন প্রণয়ন ও পরিচালিত হয় আইএফএবির মাধ্যমে। তাদের লজ অফ গেমে'র ১৫ নম্বর ধারায় থ্রো ইন সম্পর্কে বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, সরাসরি থ্রো ইন থেকে গোল অবৈধ। যদি প্রতিপক্ষের জালে সরাসরি বল জড়ায় তাহলে প্রতিপক্ষের গোল কিক আর থ্রোয়ারের নিজ দলের জালে জড়ালে সরাসরি প্রতিপক্ষ কর্নার কিক পাবে। থ্রো ইন থেকে যে কোনো একজন ইন ফিল্ড ফুটবলারের স্পর্শ লাগতেই হবে গোল হতে হলে। প্রতিপক্ষ ফুটবলারের স্পর্শে গোল হলে সেটা আত্নঘাতী। নিজ দলের কারো স্পর্শে গোল হলে গোলদাতা সংশ্লিষ্ট ফুটবলার। থ্রোয়ারের গোলদাতা হওয়ার কোনো বিধানই নেই ফুটবল আইনে।
মুন্সিগঞ্জে দিনের আরেক ম্যাচে ফর্টিজ ১-০ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছে। ম্যাচের অন্তিম মুহূর্তে ফর্টিজের নাইজেরিয়ান গোলরক্ষক ওটাফোর একমাত্র জয়সূচক গোল করেন। এই জয়ে ফর্টিজ ৬ ম্যাচে ১১ পয়েন্টে টেবিলে এককভাবে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে রহমতগঞ্জ ১০ পয়েন্টে তৃতীয় পজিশনে। ব্রাদার্সকে হারিয়ে আরামবাগ ৪ পয়েন্ট পেয়েও টেবিলে সবার নিচে ১০ নম্বরে। ব্রাদার্স হেরে মোহামেডানের সমান সাত পয়েন্ট হলেও গোল ব্যবধানে সাদা কালোদের চেয়ে এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে।
এজেড/এফএইচএম