সাকিব বোলিংয়ে ফিরলেও অস্বস্তিতে দ্বিতীয় সেশন কাটাল বাংলাদেশ

সাকিব আল হাসান বোলিংয়ে আসবেন কখন? প্রথম সেশনে অধিনায়ক মুমিনুল হক ৪ জন বোলার ব্যবহার করলেও সাকিবকে বোলিং প্রান্তে দেখা যায়নি। দ্বিতীয় সেশনের ১০ ওভার কেটে গেলেও খোঁজ নেই বাঁহাতি স্পিনারের। প্রশ্ন জাগতে শুরু করল, তবে কি বল করার মতো যথেষ্ট ফিট নন টাইগার অলরাউন্ডার! শেষ পর্যন্ত তিনি আসলেন শ্রীলঙ্কার ইনিংসের ৩৬তম ওভারে। সাকিব বল হাতে নিলেও দ্বিতীয় সেশনটা অস্বস্তিতে পার করতে হলো স্বাগতিকদের।
রোববার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫৮ রান। যেখানে অর্ধশতক হাঁকানো কুশল মেন্ডিস ৫৪ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস সমান ৫৪ রানে অপরাজিত থেকে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন।
নাঈম হাসানের হাত ধরে প্রথম সেশনটা নেহায়েত মন্দ যায়নি বাংলাদেশ দলের। অফ স্পিন ভেলকিতে সকালের সেশনে প্রতিপক্ষের ২ উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। সেই ২ উইকেটে ৭৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় লঙ্কানরা। যেখানে মেন্ডিস ২৭ এবং ম্যাথিউস ০ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেন। এই সেশনে স্বাগতিক বোলারদের শাসন করে ব্যাট হাতে রাজত্ব শ্রীলঙ্কার। কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সেশনে এসেছে ৮৫ রান।
সাকিব, তাইজুল, নাঈমরা চাপ তৈরি করলেও সেগুলো বেশ দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন দুই ব্যাটসম্যান। বিপদ অবশ্য হয়েছিল ইনিংসের ৪৫তম অভারে। তাইজুল ইসলামের বলে আম্পায়ার কট বিহাইন্ড দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন ম্যাথিউস। বাকি সময়টা দারুণ ব্যাটিং করেন দুই জনই। দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তারা।
প্রথমে মেন্ডিস ৯৩ বলে স্পর্শ করেন এই মাইলফলক। যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় ফিফটি। পরে ১১১ বল খেলে পঞ্চাশ রানের কোটা ছুঁয়েছেন ম্যাথিউস। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৩৯তম ফিফটি।
সাকিব অবশ্য ৫ মাস পর টেস্টে ফিরে দারুণ বোলিং করেছেন। ১০ ওভারের প্রথম স্পেলে দিয়েছেন মোটে ৯ রান, যেখানে ৫টি মেডেন।
টিআইএস/এইচএমএ/এটি