সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে যে দল

যুব এশিয়া কাপে পরপর দুই ম্যাচ জেতায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে গতকালই। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রেখেছিল তারা। গ্রুপের আরেক ম্যাচে গতকাল আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারায় নিশ্চিত হয় বাংলাদেশের সেমিফাইনাল।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ফলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে দুই দলই। যদিও নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় বাংলাদেশকে টপকে টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।
বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেলে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামতে হবে। ১৬ ডিসেম্বর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে জয়ী দলই ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছে ভারত।
সবশেষ ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে টিম ইন্ডিয়া। ফলে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে না পারলে রানার্সআপ হয়ে সেমিতে খেলতে হবে ভারতের সঙ্গে।
বাংলাদেশ গ্রুপের এক নম্বরে থাকলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ২১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।
এসএইচ/এফএইচএম