ব্যাটিংয়ে বাংলাদেশ, শূন্য রানে ফিরলেন জয়

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। যেখানে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে ১৬ জুন মাঠে গড়াবে দুই দলের লড়াই। তার আগে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচে আজ শুক্রবার (১০ জুন) মাঠে নেমেছে টাইগাররা।
ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দল। তবে সুবিধা করতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। কোনো রান না করেই ফিরেছেন তিনি।
তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমে জেরেমিয়া লুইসের বলে টেভিন ইমলাচের হাতে ক্যাচ দেন এই ডানহাতি তরুণ।
এই প্রতিবেদন লেখার সময় ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২২ রানে ব্যাট করছে বাংলাদেশ দল। তামিম ৮ এবং নাজমুল হোসেন শান্ত ১৩ রানে ব্যাট করছেন।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে ছুটিতে থাকায় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে নেই অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।
সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশ : ইয়ানিক ক্যারিয়াহ (অধিনায়ক), কলিন আর্কিবল্ড, অলিক আথানাজে, ত্যাগনারায়ন চন্দরপল, ব্রায়ান চার্লস, রস্টন চেজ, টেভিন ইমলাচ, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মারকুইনো মাইন্ডলি, জেরেমি সোলোজানো ও জোমেল ওয়ারিকান।
টিআইএস/এইচএমএ