মিরাজের পরামর্শেই একাদশে মোসাদ্দেক!

গায়ানার উইকেটে মিরপুরের স্বাদ। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল তো বলেই বসলেন, মিরপুরের চেয়েও খারাপ উইকেট ছিল এটি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেমন স্পিনারদের স্বর্গরাজ্য, তেমনি প্রভিডেন্স স্টেডিয়ামও কম যায় না।
এজন্য আগের ম্যাচ থেকে একজন পেসার কমিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি একজন স্পিনার খেলায় বাংলাদেশ দল। তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পান মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচ শেষে দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পরামর্শেই বাড়তি স্পিনার ভাবনায় মোসাদ্দেক সুযোগ পান।
ম্যাচ শেষে ডমিঙ্গো বলেন, ‘উইকেট দেখে মিরাজ বলছিল, আমরা এখানে ৫ জন স্পিনার খেলাতে পারি (হাসি)!’
আগের ম্যাচের নায়ক মিরাজ এদিনও বল হাতে জ্বলেছেন। একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। সেই মিরাজকে প্রশংসা বন্যায় ভাসালেন টাইগার হেড কোচ।
ডমিঙ্গো বলছিলেন, ‘সে এখন দারুণ একজন অলরাউন্ড বোলার। সে নিউজিল্যান্ডে ভালো বল করেছে, দক্ষিণ আফ্রিকায় ৪ উইকেট নিয়ে আমাদের ম্যাচ জিতিয়েছে সেঞ্চুরিয়ন পার্কে। সে স্মার্ট বোলার, জানে কী করতে হবে। খুবই আত্মবিশ্বাসী ছেলে। আর সে দুর্দান্ত টিম খেলোয়াড়।’
তাসকিনকে না খেলানার ব্যাখ্যায় তামিম বলেছেন, ‘তাসকিনের এটা আমার কাছে দুর্ভাগ্যজনক মনে হয়। সে গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল। আমরা যখন উইকেটটা দেখতে আসলাম, তখন আমরা বুঝেছি এখানে একজন স্পিনার এবং সঙ্গে একজন অতিরিক্ত ব্যাটসম্যান থাকলে ভালো হয়। কারণ, এই মাঠে আপনি পরপর দুই উইকেট হারাতে পারেন। এই কারণেই আমরা পরিবর্তনটা এনেছি।’
তাসকিনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মোসাদ্দেককে দিয়েই বোলিং শুরু করার অধিনায়ক তামিম। নেহায়েত মন্দ করেননি এই অফ স্পিনার। ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট। মিরাজ নিজেও অনবদ্য। গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩১ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। ক্যারিয়ারে ৫ বার ৪ উইকেটের ৪টিই এসেছে এই সময়ে।
টিআইএস/এটি