রেফারির সিদ্ধান্ত নিয়ে মারামারিতে প্রাণ হারালেন ফুটবলার

রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফুটবলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। দুই দলের ফুটবলারদের হাতাহাতিতে প্রাণ হারালেন এক তরুণ ফুটবলার। প্রায় ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।
গত ১০ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অক্সনার্ড হাই স্কুলের ফুটবল মাঠে ফুটবলারদের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ২৯ বছর বয়সী মিসায়েল সানচেজ নামক এক ফুটবলারকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন >> রাশিয়ায় দাবা টুর্নামেন্টে শিশুর আঙুল ভাঙল ‘দাবাড়ু রোবট’
ঘটনার পর অক্সনার্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে, দুটি ফুটবল দলের মধ্যে খেলা হচ্ছিল। রেফারির একটি সিদ্ধান্তে একমত হতে না পেরে দুই দল হাতাহাতিতে জড়ায়। সানচেজ সে দুই দলের একটির হয়ে খেলছিল। তখন বেশ কয়েকজন দুর্বৃত্ত সানচেজকে আক্রমণ করে।’ অচেতন অবস্থায় সানচেজকে ভেঞ্চুরা কাউন্টি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
সানচেজের খুনি সন্দেহে এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন তারা।
এইচএমএ/এটি