বিশ্বকাপে হাজারতম ম্যাচে খেলবে কারা?

১৯৩০ সালের ১৩ জুলাই, মন্টেভিডিওর এস্তাদিও পোকিতোসে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মেক্সিকো। এই ম্যাচটি ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে। কারণ এই ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ।
২০৩০ সালে বিশ্বকাপের শততম বার্ষিকী উদযাপন হবে। এখনো অপেক্ষা ৫ বছরের। তার আগেই আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ২৩তম বিশ্বকাপ। এই আসরেই একটি মাইলফলক হতে যাচ্ছে। বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ আগামী ২০ জুন মন্তেরেইতে হবে।
ফিফার পরিসংখ্যান অনুযায়ী, এদিন এফ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি হবে বিশ্বকাপের হাজারতম। এবারের ড্রতে জাপান ও তিউনিসিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস এবং ইউরোপিয়ান প্লে অফ জিতে তাদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন ও আলবেনিয়া।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর হচ্ছে আগামী বছর। ৪৮ দল নিয়ে ১০৪ ম্যাচের লড়াই শেষে একটি দলের পাশে যুক্ত হবে শ্রেষ্ঠত্বের খেতাব। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। ২৮ জুন থেকে শুরু হবে নকআউট পর্ব। সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই। নিউইয়র্কে ১৯ জুলাই হবে ফাইনাল। প্রথমবার তিনটি দেশের যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের খেলা হবে ১৬টি শহরে- যুক্তরাষ্ট্রের ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি।
এফএইচএম/