জাতীয় স্কোয়াশ টুর্নামেন্টে শ্রীলঙ্কার খেলোয়াড়!

১২১ জনের অংশগ্রহণে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে উর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। ২০টি ক্লাব ও ৩০ জেলার খেলোয়াড়দের সঙ্গে লড়বেন এই টুর্নামেন্টে একমাত্র বিদেশি খেলোয়াড় শ্রীলংকার নওশাদ ফাতিমা ইসসাদিন ফাতহম। এই প্রতিযোগিতা পিএসসি অনুমোদিত বলেই নওশাদ খেলতে পারছেন। তার সঙ্গে লড়াই করবেন শাহিন কলেজের রিয়াজুল ও আতিফা ইবনাত এবং ভাষানটেক স্কুলের চাঁদনী ও নাবিলা।
পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের খেলাগুলো উত্তরা ক্লাব, আর্মি অফিসার্স মেস ও গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও উর্মি গ্রুপের পরিচালক ফয়েজ রহমান উপস্থিত ছিলেন।

অন্যদিকে পাঁচদিনব্যাপী ব্রিজ টুর্নামেন্টও শুরু হচ্ছে। ১২টি দলগত এবং ৩০টি জুটিতে ১৩২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে ম্যাক্স ইআরসি গুলজার মেমোরিয়াল ব্রিজ টুর্নামেন্ট। পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের খেলা ১-৩ এবং ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইআরসি কনফারেন্স হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। এ সময় আইইবির সাধারন সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু ও ব্রিজ ফেডারেশনের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস উপস্থিত ছিলেন। গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘ব্রিজ খেলাকে দেশব্যাপী সার্বজনিন করে তুলতে ঢাকা ইআরসিতে একটি রুম বরাদ্দ দেওয়া হবে।’
এজেড/এইচএমএ