যে কীর্তিতে হার্দিকই প্রথম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে দুই হাজার রানের বেশ কাছে আছেন হার্দিক পান্ডিয়া। গতকাল (রোববার) ধর্মশালায় নিজের প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে জিতেশ শর্মার ক্যাচ বানিয়ে নিলেন শততম উইকেট। তাতে ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলকে তিনি।
এই তালিকায় আগে থেকে আছেন মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, সিকান্দার রাজা ও বীরান্দিপ সিং। তবে একটি জায়গায় হার্দিক সবার থেকে আলাদা। অন্য চার জন স্পিন অলরাউন্ডার, আর পেস অলরাউন্ডার এই ভারতীয়। তাতে প্রথম পেস অলরাউন্ডার হিসেবে একশ উইকেট ও এক হাজার রানের মালিক তিনি।
এর আগে ব্যাটিংয়ে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন হার্দিক। ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে একশ উইকেট নেওয়ার পাশাপাশি ছক্কার সেঞ্চুরি তার। আর বিশ্বে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক হাজারের বেশি রান, একশর বেশি ছক্কা ও একশ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হার্দিক, যেখানে আছেন রাজা, নবী ও বীরান্দিপ।
এফএইচএম/