ছবিতে ছবিতে মেলবোর্নের বৃষ্টিমুখর দিন

বৃষ্টির কারণে শুক্রবার পরিত্যক্ত হয়েছে টি-টয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচই। অঝোর ধারার কারণে এদিন মাঠে গড়ায়নি একটি বলও। তাই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ও আফগানিস্তান-আয়ারল্যান্ডকে।

আজ সকাল থেকেই মেলবোর্নে চলেছে বৃষ্টি। কিন্তু সে বৃষ্টিকে উপেক্ষা করেও মাঠে এসেছেন দর্শকরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি চলেছে। মাঠে নামা তো দূরের কথা, প্রস্তুতিরও কোনো সুযোগ নেই। তাই বৃষ্টিই উপভোগ করলেন আইরিশ ক্রিকেটাররা।

আম্পায়ারদের চেহারায় চিন্তার ভাঁজ। নির্ধারিত সময় শেষের আগে খেলা গড়াবে তো!

পয়েন্ট হারানোর শঙ্কা থাকলেও হাসিমুখেই আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেছেন দুই অধিনায়ক, চলেছে একটু খুনসুটিও।

প্রিয় দলের মাঠের লড়াইটা না দেখতে পারলেও সেলফি কোনোমতেই মিস করা যাবে না।

টানা বৃষ্টির কারণে আনুষ্ঠানিক ঘোষণা আসতে সময় লাগেনি। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুদলকে।

প্রথম ম্যাচটা পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচের আগে থেমেছিল বৃষ্টি। সম্ভাবনা উঁকি দিয়েছিল খেলা মাঠে গড়ানোর।

খেলা কীভাবে মাঠে গড়ানো যায় সে নিয়ে আম্পায়ারদের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে অধিনায়কদের। না খেলে পয়েন্ট হারাতে নারাজ দুই অধিনায়কই।

তবে শেষমেষ বৃষ্টির কাছে হার মানতে হলো সবাইকে। দিনের দ্বিতীয় খেলাও আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। মাঠের পরিস্থিতি খেলা গড়ানোর উপযুক্ত না থাকায় আগেভাগেই খেলা পরিত্যক্ত ঘোষিত হয়। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এনইআর