ক্যাচ মিসের মহড়া অ্যাডিলেডে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিবের সেই আস্থার প্রতিদান প্রথমেই দিতে পারতেন পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে তাসকিনের বলে ডিপ ফাইন লেগ অঞ্চলে রোহিত শর্মা ক্যাচ তুললে সহজ সেই ক্যাচ নিতে ব্যর্থ হন পেসার হাসান মাহমুদ।
যদিও ঠিক পরের ওভারেই হাসান নিজে বোলিংয়ে এসে ফেরান রোহিতকে। পয়েন্ট থাকা ফিল্ডার ইয়াসির রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। এরপরে অবশ্য ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি সাকিবের বলে হিট করতে যেয়ে বল উইকেটকিপারের পাশ দিয়ে চলে যায়, সেবার হাফ চান্স মিস করেন নুরুল হাসান সোহান। এখানেই থেমে থাকেনি ক্যাচ মিসের খেলা, বোলার সাকিবের বলে আবারো হাফ চান্স মিস করেন মোস্তাফিজুর রহমান। এ যাত্রায় ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব।
এরপর ম্যাচের শেষের দিকে সাকিবের দারুণ এক থ্রো'তে রান আউটে দিনেশ কার্তিককে ফেরান শরিফুল ইসলাম। তবে ঠিক পরের ওভারেই আবারো হাফ চান্সের ক্যাচ ফেলে দেন সাকিব আল হাসান। ভারতীয় ব্যাটার অক্ষর প্যাটেলের ক্যাচ ছেড়ে দেন টাইগার এই অধিনায়ক। যদিও পরবর্তীতে আবার সাকিবের হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান অক্ষর। সবমিলিয়ে চান্স বা হাফ চান্স মিলিয়ে ৪ টি ক্যাচ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা।
এদিকে সৌম্য সরকারকে একাদশের বাইরে রেখে দলে সুযোগ পেয়েছিলেন শরিফুল ইসলাম। তবে সুযোগ পেয়ে বল হাতে একেবারেই সুবিধা করতে পারেননি এই পেসার। ৪ ওভারের কোটা পূরণ করে এ পেসার দিয়েছেন ৫৭ রান। এর মধ্যে করেছেন ২ নো'বল সঙ্গে ২ ওয়াইড। এছাড়া হাসান মাহমুদ দিয়েছেন ১ নো'বল। সবমিলিয়ে ইনিংসে ৬ রান অতিরিক্ত দিয়েছেন টাইগার বোলাররা।
এসএইচ/এজেড