ছবিতে ভারত-জিম্বাবুয়ে লড়াই

সুপার টুয়েলভের শেষ ম্যাচে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে ভারত। আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা রোহিত শর্মার দল এ ম্যাচেও পেয়েছে বড় জয়।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে ওপেনিংয়ে নেমে গত কয়েক ম্যাচের মতোই ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ফিরেছেন ১৫ রানে।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচের মতোই এ ম্যাচেও দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেছেন ৬০ রান।

রাহুল-বিরাটের বিদায়ের পর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন সূর্যকুমার। ২৫ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ১৮৬ রানের বিশাল সংগ্রহ।

১৮৭ রানের লক্ষ্যতাড়ায় কখনোই প্রতিরোধ গড়তে পারেনি জিম্বাবুয়ে। দলীয় ৩৬ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে বিশাল বিপর্যয়ে পড়ে ক্রেইগ আরভিনের দল।

শেষদিকে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। তাদের ৬০ রানের জুটিতে ভোর করে ১০০ পেরিয়েছে আফ্রিকার দলটি।

২২ বলে ৩৫ রান করে বার্লের বিদায়ের পর আশা অনেকটাই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। বাঁহাতি এ ব্যাটারকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।

একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত। কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে শেষমেষ থামতে হয় সিকান্দার রাজাকে। ১১৫ রানে থামে জিম্বাবুয়ের বিশ্বকাপ যাত্রা।
এনইআর