ফ্রান্স শিবিরে আবারও ইনজুরির হানা

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ, ৪ দিন পরেই পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের। কিন্তু বিশ্বকাপের এতো কাছে এসে আবারও দুঃসংবাদ পেল ফ্রান্স ফুটবল দল। পল পগবা, প্রেস্নেল কিম্পেম্বের পর এবার ইনজুরিতে পড়েছেন দলটির মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুকু।
২৫ বছর বয়সী এনকুকু ক্লাব পর্যায়ে খেলেন বুন্দেসলিগার দল আরবি লাইপজিগের হয়ে। মঙ্গলবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পেলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থার করা হয় তার জন্য। চিকিৎসার পর জানা যায়, ফিরতে ভালোই সময় লাগবে এনকুকুর। আর তাতেই বিশ্বকাপ স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হল উদীয়মান এ তারকার।
তবে এনকুকুর বদলি খুঁজতে খুব একটা সময় নেয়নি ফ্রান্স। বিশ্বকাপ দলে তার পরিবর্তে নেওয়া হয়েছে রন্ডাল কোলো মুয়ানিকে। বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন।
বুন্দেসলিগার দল এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলা কোলো চলতি মৌসুমে আছেন দুর্দান্ত ফর্মে, ২৩ ম্যাচে করেছেন ৮ গোল। তবে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাটা তেমন নেই বললেই চলে ২৩ বছর বয়সী এ তারকার। চলতি বছরের সেপ্টেম্বরে মাসেই ফ্রান্স দলে অভিষেক হয় তার। নেশন্স লিগে অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
এবারের বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর। গ্রুপে তাদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিশিয়া।
এনইআর