জামাতা আফ্রিদি, শ্বশুরও আফ্রিদি!

দুজনেরই নামের শেষে আফ্রিদি। ক্রিকেট নিয়ে খুব বেশি জানাশোনা না থাকলে সরল মনে শহীদ আফ্রিদি আর শাহিন শাহ আফ্রিদিকে আত্মীয় বলেও বিভ্রান্তিতে পড়া অস্বাভাবিক কিছু নয়। তবে দুজন এবার পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তরুণ পাকিস্তানি পেসার।
নাম-বিভ্রাট যে শুধু সাধারণ দর্শককেই ঘোল খাইয়েছে তা কিন্তু নয়, সাংবাদিকদের মনেও সৃষ্টি হয়েছিল প্রশ্ন। তাই বছর তিনেক আগে অভিষেকের সময় শাহিন শাহকে জিজ্ঞেস করা হয়েছিল শহীদ আফ্রিদির সঙ্গে আত্মীয়তা আছে কিনা তার। তবে সে সময় তার উত্তরটা ছিল, ‘না’। সে উত্তরটা অবশ্য অচিরেই ইতিবাচকে পরিণত হতে যাচ্ছে। আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।
শনিবার রাতে হঠাৎই এ খবর চাউর হয় পাকিস্তানি গণমাধ্যমে। সেটা আন্তর্জালের সুবাদে আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে যেতে সময় নিল না। পরে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, এটা নেহায়েতই একটা গুঞ্জন নয়। শাহিন আফ্রিদির বাবা আয়াজ খান সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে খবরটা সত্য, অচিরেই তার ছেলে বিয়ে করছেন শহীদ আফ্রিদির মেয়েকে।
তিনি গণমাধ্যমকে আরো জানান, আফ্রিদির পরিবারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক অনেক আগ থেকেই। বিয়ের প্রস্তাবটাও প্রথা মেনে পাঠিয়েছে শাহিনের পরিবার। শিগগিরই সারা হবে বাগদানও। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে আরো দুই বছর পর, যখন আকসা আফ্রিদির পড়াশোনা শেষ হবে।
খবরটি প্রকাশিত হয় ভয়েস অফ আমেরিকার পাকিস্তান প্রতিনিধি ইহতিশাম উল হকের মাধ্যমে। যিনি টুইটারে লেখেন, ‘দুই পরিবারের অনুমতি নিয়েই শাহিন আফ্রিদি ও শহীদ আফ্রিদির মেয়ের বিয়ের বিষয়টি পরিষ্কার করছি, বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে শহীদ আফ্রিদির পরিবার।’
— Ihtisham Ul Haq (@iihtishamm) March 6, 2021
এনইউ/এটি