অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল আর্জেন্টিনার

বিশ্বকাপ ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন আর্জেন্টিনার সৌদি আরবের কাছে হার। ৭২ ঘন্টা পার হলেও এখনও সেই হার আলোচনায়। মেক্সিকো ম্যাচ পূর্ববর্তী সম্মেলনেও কোচ স্ক্যালোনি এবং খেলোয়াড় লাওতেরো মার্টিনেজকে সেই হার নিয়ে কথা বলতে হয়েছে।
মার্টিনেজ হারের কারণ হিসেবে বলেন, ‘আমরা উদ্বোধনী ম্যাচটা জিততে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম।’ আত্মবিশ্বাসীর কথা বললেও কোনো অজুহাত দাড় করাননি এই ফুটবলার, ‘আমরা ভালো খেলতে পারিনি। পরাজয়টা মেনে নেওয়া ছিল সত্যিই কঠিন। কারণ, দীর্ঘ সময় এই ধরণের পরিস্থিতিতে পড়তে হয়নি আমাদেরকে।’
এই ঘটনা ভুলে সামনের দিকে তাকানো শুরু করেছে আর্জেন্টাইন দল, ‘পেছনের এই ঘটনাটা আমরা ভুলে গিয়েছি। এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। এবার আমাদের সামনে মেক্সিকো। আমরা তাদেরকে ভালোভাবেই বিশ্লেষণ করেছি। কিভাবে তারা খেলে, কিভাবে তারা আক্রমণে আসে,। তারা অবশ্যই খুব ভালো একটা দল। তবে আমরা জয়ের জন্যই খেলতে নামব। ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করব।’
আমরা আমাদের স্বপ্নপূরণের পথ থেকে পিছু হটব না। আমাদের জিততেই হবে। আমাদের ভবিষ্যতের জন্যও এই ম্যাচে জয় প্রয়োজন’, বলেন মার্টিনেজ।
সৌদির বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চাপে থাকলেও চাপ এড়ানোর বুলি আর্জেন্টাইন ফরোয়ার্ডের, ‘আমাদের মধ্যে কোনো চাপ নেই। আমরা উদ্বোধনী ম্যাচটা নিয়ে কষ্ট পেয়েছি। তবে আমরা নিজেদের জন্য এবং আমাদের সমর্থকদের জন্য খেলতে চাই। জিততে চাই। কোচ আমাদেরকে সব সময়ই বলেন, খেলাটা উপভোগ করতে।’
লিওনেল স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে। সেই স্কলোনীর অধীনে বিশ্বকাপের শুরুটা বেশ হতাশাজনক। হার নিয়ে কোচ বলেন, ‘প্রথম ম্যাচের পরাজয়টা আমাদেরকে হজম করতে হয়েছে। ’
এজেড/এনইআর