সৌদির পেনাল্টি মিস, প্রথমার্ধ শেষে এগিয়ে পোল্যান্ড

প্রথমার্ধে লড়াইটা হয়েছে সমানে সমান। আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া সৌদি আরব দ্বিতীয় ম্যাচেও আক্রমণে দ্যুতি ছড়িয়েছে। জবাব দিয়েছে পোল্যান্ডও। ৩৯তম মিনিটে জিলিনস্কির গোলে লিড পেয়ে যায় রবার্ট লেভান্ডোভস্কির দল। সুযোগ এসেছিল সৌদিরও। কিন্তু পেনাল্টির মতো নিশ্চিত সুযোগ মিস করে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।
দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে সৌদি আরব। টানটান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে পোল্যান্ড।
জিতলেই প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হবে সৌদির, এমন ম্যাচে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলেছে আরব দলটি। ক্রয়োদশ মিনিটে মোহামেদ কাননোর জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে পাঠান পোলিশ গোলরক্ষক।
২৭তম মিনিটে কর্নারে পোল্যান্ডের ক্রিস্টিয়া বেইলিকের হেড ছিল সঠিক পথে, তবে হেডেই বিপদমুক্ত করেন সৌদি আরবের সালেহ আল-শেহরি।
৩৯তম মিনিটে পোল্যান্ডকে লিড এনে দেন জিলিনস্কি। তবে মূল কৃতিত্বটা ছিল লেভান্ডোভস্কির। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সের মধ্যে পেয়েও শট নেননি বার্সা স্ট্রাইকার। কাটব্যাক করে সতীর্থ জিলিনস্কিকে বল দিলে জোরাল শটে জালে জড়ান তিনি।
খানিক পরই ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান স্ট্যাসনি। ফিরতি বল উড়িয়ে মারেন মোহামেদ আল-ব্রেইক।