সৌদি হারেই জেগেছে আর্জেন্টিনা

আজ শেষ হচ্ছে কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড। আগামীকাল থেকেই শুরু দ্বিতীয় রাউন্ড। প্রথম দিনেই মাঠে নামতে হচ্ছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনাকে। দুই দিন আগে পোল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেই এই সূচির সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনোল স্ক্যালোনি।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের শুরুটাও রিকভারি ইস্যু দিয়ে। কোচ স্ক্যালনির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রদ্রিগো ডি পল। তিনি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সম্পর্কে বলেন, ‘তারা ফিজিক্যালি খুব স্ট্রং এবং তাদের দারুণ কয়েকজন খেলোয়াড় রয়েছে।’ এই মন্তব্যের পর আরো কয়েকটি বিষয়ে প্রশ্ন হয়।
অস্ট্রেলিয়ান এক সাংবাদিক রদ্রিগোকে একটু খোঁচা দিয়েই জানতে চাইলেন, ‘অস্ট্রেলিয়ার শুধু ফিজিক্যাল দিক নিয়েই মন্তব্য করলেন। টেকনিক্যালি কি আন্ডারস্টিমেট করা হচ্ছে?’ এই প্রশ্নের উত্তর একটু বিশদ ভাবেই দিলেন মেসির সতীর্থ, ‘অস্ট্রেলিয়া দল হিসেবে খুব গতিশীল। তাদের সেন্টারব্যাক খুব দীর্ঘদেহী। কাউন্টার অ্যাটাকে তারা যথেষ্ট ভালো। বক্সের আশে পাশে খুব সতর্ক থাকতে হবে, ফাউল করা যাবে না।’
আর্জেন্টিনার এই ফুটবলার গ্রপ পর্বের তিন ম্যাচেই খেলেছেন। কিন্তু এই তিন ম্যাচ উপভোগ করতে পারেননি। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি উপভোগ করতে চান, ‘সৌদির বিপক্ষে হেরে যাওয়ায় মেক্সিকো ম্যাচ উপভোগ করার সুযোগ ছিল না। পোল্যান্ড ম্যাচ কিছুটা করেছি; যদিও জিততেই হতো অবস্থায় ছিল। আগামীকালের ম্যাচ থেকে একটু উপভোগের সুযোগ রয়েছে।’
সৌদির বিপক্ষে হারের পর থেকে ভিন্ন আর্জেন্টিনাকে দেখা যাচ্ছে। তাই সৌদির হারটি ইতিবাচক হিসেবেই দেখছেন এই ফুটবলার,‘ঐ হারের পর আমরা নিজেদের খুঁজে পেয়েছি। অনেকটা ভালো ফুটবল খেলছি। ’
এজেড/এনইআর