লিটন-জাকিরকে হারিয়ে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। দুই উইকেট হারানোর পর ওপেনার জাকির হাসানকে নিয়ে ভালো শুরুর আভাস দিচ্ছিলেন লিটন দাস। তবে চার ওভারের এদিক ওদিকে দুজনকেই হারিয়ে বাংলাদেশ বিপাকেই পড়ে গেছে। চোখরাঙানি দিচ্ছে ফলো অনের শঙ্কাও।
থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন লিটন। ৩০ বলে ২৪ রান করার পর দলীয় ৩৯ রানে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এর চার ওভার পর দলীয় ৫৬ রানে আবারো সিরাজ আঘাত হানেন বাংলাদেশ শিবিরে। এবার ২০ রানে ফেরেন ওপেনার জাকির।
এই মুহুর্তে সাগরিকায় ব্যাট হাতে লড়ে যাচ্ছেন টাইগার দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। ১৭.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান ৪ উইকেট হারিয়ে। ফলো অন এড়াতে এখনো বাংলাদেশের চাই ১৪৯ রান।
এর আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ দল। শুরুতেই নাজমুল হোসেন শান্ত ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার এই ওপেনার।
শান্ত ফেরার পরই আবার ফিরে গেছেন নাম্বার তিনে নামা ইয়াসির আলীও। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪ রান করে ফিরে গেছেন এই ব্যাটার। দলীয় ৫ রানে দুই উইকেট হারিয়ে সাগরিকায় ধুঁকছিল বাংলাদেশ দল। ভারতীয় দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪০৪ রান।
এসএইচ/এনইউ