ফুটবল গেল কুমিল্লায়, ব্যাডমিন্টন ফিরল ঢাকায়

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ডিসিপ্লিনের ভেন্যুগুলো বদলে গেল আবার। গেমসের অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন ফুটবলের পুরুষদের ইভেন্ট হবে কুমিল্লায়। পুরুষদের ইভেন্ট কুমিল্লায় হলেও নারী ফুটবল ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে হবে। ফুটবল ডিসিপ্লিনের উভয় ইভেন্ট আগে ছিল ঢাকায়। সর্বশেষ সূচিতে অবশ্য ফুটবল ঢাকার বদলে গিয়েছে কুমিল্লায়। অন্যদিকে কুমিল্লায় গিয়েছিল ব্যাডমিন্টন ডিসিপ্লিন সেই ব্যাডমিন্টন আবার ঢাকায় ফিরছে।
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের ফুটবল অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে প্রিমিয়ার ফুটবল লিগের দুই ক্লাব মোহামেডান ও বসুন্ধরা কিংস হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। প্রয়াত ফুটবলার বাদল রায়ের উদ্যোগেই মূলত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ফুটবলাঙ্গনে বিশেষভাবে স্বীকৃতি পায়। ২২ মার্চ থেকে শুরু হয়ে পুরুষ ফুটবল চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে নারী ফুটবলে কমলাপুর স্টেডিয়ামে লড়বে আটটি দল। বাংলাদেশ গেমসের আটটি দল জেএফএ কাপের মাধ্যমে আসবে। বাফুফে সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘১৫ মার্চ থেকে আমরা জেএফএ কাপ শুরু করব। জেএফএ কাপের সাত ভেন্যুর চ্যাম্পিয়নের সঙ্গে আনসার ও ভিডিপি বাংলাদেশ গেমসে খেলবে।’
১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়সূচি। গেমস শুরুর প্রায় তিন সপ্তাহ আগেই মহিলা ক্রিকেট ইভেন্ট শেষ হচ্ছে। আগামীকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলা ক্রিকেটে স্বর্ণের লড়াই। মহিলা ক্রিকেট প্রায় তিন সপ্তাহ আগে শেষ হলেও বরিশালে পুরুষ ক্রিকেট হবে ১ থেকে ১০ এপ্রিল।
গেমসের সামগ্রিক বিষয় নিয়ে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গেমস আয়োজনের জন্য প্রস্তুত। ইতোমধ্যে যাবতীয় কাজ গুছিয়ে আনা প্রায় সম্পন্ন। আশা করি সুন্দর একটি গেমস দেখতে পাবে ক্রীড়াপ্রেমীরা।’
গত বছর করোনা ভাইরাসের জন্য এই গেমস স্থগিত হয়েছিল। ৩১ ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এই গেমস।
এজেড/এমএইচ