পুরস্কার পেলেন ঢাকা পোস্ট বিশ্বকাপ কুইজের ৮ বিজয়ী

কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল দেশের শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। এই প্রতিযোগিতার বিজয়ীদের আজ (শনিবার) পুরস্কার প্রদান করা হয়েছে। রাজধানীর বারিধারায় ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্পাদক মহিউদ্দিন সরকার।
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতার ফুটবল বিশ্বকাপ ঘিরে ঢাকা পোস্টের ছিল নানা আয়োজন। যেখানে অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। পয়েন্ট ভিত্তিক এই আয়োজনে পাঠকদের পক্ষ থেকে পাওয়া যায় বিপুল সাড়া। প্রায় সাড়ে পাঁচ হাজার ক্রীড়াপ্রেমী নিয়মিত অংশ নেন কুইজ প্রতিযোগিতায়। তাদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করা ৮ জন পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে দেশ-বিদেশের বিভিন্ন ফ্লাইটের বিমান টিকিট।

কুইজের ১ম পুরস্কার ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-মালদ্বীপ-ঢাকা টিকিট জিতেছেন সাধন চন্দ্র। ২য় পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকিট জিতেছেন দীপঙ্কর সরকার। ৩য় পুরস্কার ঢাকা-কলকাতা-ঢাকা বিজয়ী রেজাউল হক। ৪র্থ পুরস্কার জিতেছেন এম ইসলাম। তিনি পেয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-কলকাতা-ঢাকার টিকিট।

৫ম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা জিতেছেন ফজলুল হক। একই পুরস্কার পেয়েছেন রাইসুল কবির, কাজী নাসিফ আহমেদ শুভ ও আব্দুল আজিজ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইজ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ বিভাগের কর্মকর্তা সাকিব হাসান শুভ এবং ঢাকা পোস্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এইচ এম গোলাম মুর্তজা।
এটি/জেএস