বিপিএল ফিরল ঢাকায়

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৩, ০৮:১৭ এএম


বিপিএল ফিরল ঢাকায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে এখন পর্যন্ত ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ঢাকার প্রথম পর্বে আটটি ও চট্টগ্রাম পর্বে ১২টি ম্যাচ মাঠে গড়িয়েছে। অবশ্য দুইদিন বিরতি দিয়ে আবারো সোমবার ২৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ঢাকার দ্বিতীয় পর্ব।

মিরপুরের হোম অব ক্রিকেটে আগামী ২৩ এবং ২৪ জানুয়ারি মোট চারটি ম্যাচ মাঠে গড়াবে। যেখানে ২৩ তারিখ দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ডমিনেটরস।

এরপর মঙ্গলবার ২৪ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় লড়বে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় লড়বে খুলনা টাইগার্স এবং ঢাকা ডমিনেটরস।

এরপর আবারও দুই দিন বিরতি দিয়ে বিপিএল চলে যাবে দুটি পাতা একটা কুড়ির দেশ সিলেটে। বিপিএলে সিলেট পর্বে মোট চার দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭, ২৮, ৩০ এবং ৩১ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি ফের মিরপুরে ফিরবে বিপিএল। এরপর ঢাকায় হবে তৃতীয় ও শেষ পর্ব।

এসএইচ/এফকে

Link copied