ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে চান মিরাজ

চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দল দুর্দান্ত ছন্দে থাকলেও নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি মিরাজ। এরই মধ্যে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে আপাতত মাঠের বাইরে আছেন।
চোটে পড়ার আগে বরিশালের হয়ে ব্যাট হাতে ৭ ইনিংসে ১৩৫ স্ট্রাইকরেটে করেছিলেন ১২২ রান। সঙ্গে উইকেট নিয়েছেন ৫টি। বিপিএল শেষেই চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। এদিকে নতুন করে আবারও প্রধান কোচ হয়ে বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএলে রান পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়রা। মিরাজ এখনও আশা দেখছেন বিপিএলে জ্বলে উঠার। নিজের প্রত্যাশা এবং ইনজুরির সবশেষ অবস্থা-এসব কিছু নিয়েই ঢাকা পোস্টের প্রতিবেদক সাকিব শাওনের সঙ্গে কথা বলেছেন মিরাজ।
ঢাকা পোস্ট: ইনজুরির সবশেষ অবস্থা কি?
মিরাজ: আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো। ব্যাটিং প্রাকটিস করেছি, বোলিংটাও করা হচ্ছে। আশা করছি পরবর্তী ম্যাচ থেকেই খেলতে পারবো। বাকিটা আল্লাহ ভরসা।
ঢাকা পোস্ট: বিপিএলে এবারের আসরে বরিশাল কি গেলবারের শিরোপাখরা কাটাতে পারবে?
মিরাজ: অবশ্যই লক্ষ্য তো রয়েছে শিরোপা জেতার। দেখেন এখনো কিন্তু আমরা ভালো অবস্থানেই রয়েছি। সুতরাং ইনশাআল্লাহ।
ঢাকা পোস্ট: চলমান বিপিএলে সাকিব আল হাসানকে কিভাবে মূল্যায়ন করবেন?
মিরাজ: দেখেন সাকিব ভাই ভালো করছে বলেই কিন্তু দল একটা ভালো অবস্থায় রয়েছে। রেজাল্টও আমাদের পক্ষে আসছে। এটা একটা পজিটিভ দিক। এই ফর্মটা ধরে রাখলে অবশ্যই সামনে যেসব খেলা বা সিরিজ আছে এবং বিশ্বকাপ আছে আমাদের দলের জন্যই ভালো হবে।
ঢাকা পোস্ট: বিপিএল শুরুর আগে বলেছিলেন সুযোগ পেলে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করতে চান, সেই স্বপ্ন এখনো দেখছেন কি না?
মিরাজ: হ্যাঁ ইনশাআল্লাহ এখনো আশা রাখছি সেঞ্চুরির করার। এখনো সুযোগ আছে তেমন কিছু করে দেখানোর।
ঢাকা পোস্ট: তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত বা জাকির হোসেন এদের কেমন দেখছেন এবারের বিপিএলে?
মিরাজ: খুবই ভালো লাগছে তাদের খেলা দেখতে, ওরা পারফর্ম করছে। ওরা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। বিশেষ করে হৃদয় ভালো করছে, এটা অবশ্যই পজিটিভ দিক বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং শান্তও ভালো খেলছে সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে সবখানেই। এটা খুবই ভালো।
ঢাকা পোস্ট: ইংল্যান্ড দল চলতি মাসেই বাংলাদেশে আসছে, সেই সিরিজের টি-টোয়েন্টি দলে তৌহিদ হৃদয়ের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা কেমন দেখেন?
মিরাজ: অবশ্যই ওর অনেক সুযোগ থাকবে। যেহেতু ইংল্যান্ড আসছে সুযোগ থাকবেই তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিকে নিজেকে মানিয়ে নেওয়াটা কঠিন। প্রথম দিকে আমার কাছে মনে হয় মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। হয়তো এখন ভালো খেলছে এরপর জাতীয় দলে ঢুকে দলের সঙ্গে মিলিয়ে চলাটাও গুরুত্বপূর্ণ।
ঢাকা পোস্ট: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ফলাফল কেমন হতে পারে?
মিরাজ: আমরা তো ইংল্যান্ডের সঙ্গে কখনো সিরিজ জিতিনি। অবশ্যই প্রত্যাশা তো থাকবেই সিরিজ জয়ের। আমরা সিরিজ জয়ের জন্যই মাঠে লড়বো।
ঢাকা পোস্ট: বরিশালের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছ থেকে কেমন পরামর্শ পাচ্ছেন?
মিরাজ: ফাহিম স্যার টেকনিক্যালি অনেক ভালো। স্যার অনেক কথা বলেন মাঠের অনুশীলনে। বিশেষ করে ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো স্যার ভালো মতই বুঝিয়ে দেন। এছাড়া কাজ করছি কথা বলছি আলহামদুলিল্লাহ।
ঢাকা পোস্ট: হাথুরুসিংহে বাংলাদেশ শিবিরে কেমন করবে?
মিরাজ: হাথুরু যেহেতু আগেও কোচ ছিল আমাদের সে সবকিছুই জানে। বাংলাদেশের খেলোয়াড় এবং এখানকার পরিবেশ সম্পর্কে তার পরিস্কার ধারণা রয়েছে। ক্রিকেটারদের কোন জায়গায় উন্নতি করতে হবে কোন জায়গা নিয়ে কাজ করতে হবে সেটা জানে। দেখা যাক এখন।
এসএইচ/এফআই
