৯৪ লাখ টাকার সহায়তা
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়াবিদ ও সংগঠকদের চিকিৎসা ব্যয়ের জন্য ৯৪ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৭৬ লক্ষ টাকার আর্থিক অনুদান ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীর মাঝে চিকিৎসা সহায়তার নিমিত্তে ১৮ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ প্রয়াত মাহবুব আলমের স্ত্রী স্বপ্না আক্তারের অনুকূলে ১ লক্ষ টাকার চেক ও ২০ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় মোসা: আখি খাতুন এর পিতা মো: আক্তার হোসেন এর বসবাসের জন্য ঘর, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় (অধিনায়ক) মো: জাকারিয়া পিন্টু ও স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক খেলোয়াড় মুক্তিযোদ্ধা বিমল কর,সাবেক ফিফা রেফারী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মো: ইব্রাহিম নেসার এর চিকিৎসা ব্যয় নির্বাহের নিমিত্তে ১০ লক্ষ টাকার চেক দেয়া হয়।
সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুর রউফ নয়ন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ফজলুর রহমান বাবুল এবং বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সহকারী অধিনায়ক মো: জাকির হোসেন এর চিকিৎসা ব্যয় নির্বাহের নিমিত্তে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমরা ধারাবাহিকভাবে অসহায়, অস্বচ্ছল ও অসুস্থত ক্রীড়াসেবীদের সহযোগিতা করে যাচ্ছি। আমাদের ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী ছায়ার মত আমাদের পাশে আছেন। ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের জন্য তিনি উদারস্থ। ক্রীড়াসেবীদের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ইতোমধ্যে ৬০ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।'
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এজেড/এইচজেএস