সাইফের সেঞ্চুরি, দুই রানের আক্ষেপ আশরাফুলের

অনেকদিন ধরেই সাদা পোশাকে জাতীয় দলের আশেপাশে আছেন সাইফ হাসান। যদিও নিজেকে সেখানে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। তবে ঘরোয়া লিগে সবসময়ই দারুণ পারফর্ম করেন এই ব্যাটসম্যান। এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনেই সেঞ্চুরি করেছেন সাইফ। অন্যদিকে দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন মোহাম্মদ আশরাফুল।
সাভারের বিকেএসপিতে রংপুরের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিভাগ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ও আব্দুল মজিদ ফেরেন কোনো রান না করে। এরপর সাইফের ১১ চার ও ৫ ছক্কায় ২৩৩ বলে ১৫৭ রান ও অধিনায়ক নাদিফ চৌধুরীর ১০৫ বলের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৯৭ রানে দিনশেষ করে ঢাকা।
অন্যদিকে রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ২৫৭ রানে দিনশেষ করেছে চট্টগ্রাম বিভাগ। সেঞ্চুরির অপেক্ষায় আছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শাহাদাৎ হোসেন দিপু। ৮ চার ও ১ ছক্কায় ২২৪ বলে ৮৮ রানে অপরাজিত আছেন তিনি।
বরিশালে আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্টোর বিপক্ষে ২৪১ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। ১৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান এসেছে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। নিজেদের ইনিংসে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে ঢাকা মেট্টো।
এমএইচ