ছয় তারকা ছাড়াই টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি নিউজিল্যান্ড

ওয়ানডে সিরিজ শেষেই নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি লড়াই। ২০ ওভারের সেই তিন ম্যাচ সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ ৬ জন তারকা ক্রিকেটার নেই দলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ছুটিতে সেরা তারকাররা।
টিম সাউদির অধীনে ১৩ জনের দলে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সে ডাক পাওয়া অ্যাডাম মিলনে ও কলকাতা নাইট রাইডার্সের লকি ফার্গুসন। তবে উইলিয়ামসন ছাড়াও নেই- কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, জিমি নিশাম ও টিম সেইফার্ট।
এরমধ্যে প্রথমবারের মতো জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন ফিন অ্যালেন। সিরিজ শেষে তিনিও যোগ দেবেন আইপিএল মিশনে। তার সঙ্গে চোট কাটিয়ে দলে জায়গা পেলেন দুই গতি তারকা লকি ফার্গুসন ও অ্যাডাম মিল্ন।
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশ-এ এবার ১৯৩.৯৩ স্ট্রাইক রেট ও ৫৬.৮৮ গড়ে ৫১২ রান করে আলোচনায় আসেন অ্যালেন। ঘরোয়া ওয়ানডেতে এক ম্যাচে ২১ বছর বয়সী ওপেনার ১১ ছক্কায় খেলেন ৫৯ বলে ১২৮ রান তুলে মন জয় করেন নির্বাচকদের।
নিউজিল্যান্ডের সঙ্গে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৮ মার্চ, হ্যামিল্টনে। পরের দুই ম্যাচ ৩০ মার্চ, নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল-
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।