অলিম্পিকের শেফ দ্য মিশন অপু

বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিক। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করে। আগামী বছর প্যারিস অলিম্পিকে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশনের নাম চূড়ান্ত হয়েছে। আজ (৬ মে) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় ইন্তেখাবুল হামিদ অপুকে এই দায়িত্ব দেওয়া হয়।
তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব ও বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব। আগামী বছর অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের শেফ দ্য মিশন হিসেবে অপু মনোনীত হয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় গেমসে বাংলাদেশের দলনেতা মনোনীত হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, ‘আমার ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানাই বিওএ কার্যনির্বাহী কমিটিকে। এই দায়িত্ব সুচারুরূপে পালন করতে চাই।’
আগামী বছর জুলাইয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। এক বছরেরও বেশি সময় বাংলাদেশের অলিম্পিক নিয়ে কাজ করবেন এই শেফ দ্য মিশন, ‘দলের শৃঙ্খলা, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা,আন্তর্জাতিক যোগাযোগ সব কিছুই সুন্দরভাবে সম্পাদন করার আশা করছি।’
গেমসের শেফ দ্য মিশন অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি দেশের কন্টিনজেন্টের নেতৃত্ব দেন শেফ দ্য মিশন। গেমস সম্পর্কিত সবকিছুই সমন্বয়ের দায়িত্ব শেফ দ্য মিশনের। গত এক দশক বাংলাদেশ শুটিং ফেডারেশনের মহাসচিবের দায়িত্বে আছেন অপু (সাধারণ সম্পাদক পদ পরিবর্তন করে মহাসচিব করা হয়েছে)। শুটিং ছাড়াও গত এক দশকে অনেক গেমসে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেফ দ্য মিশনের দায়িত্ব পালন করেছিলেন বিওএ সহ-সভাপতি এবং বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
এজেড/এএইচএস