গ্রিলিশদের সীমাহীন উদযাপনে বিরক্ত ইংল্যান্ড কোচ

ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের এক সপ্তাহ হতে চলল। যার মাধ্যমে সদ্য সমাপ্ত মৌসুমে পেপ গার্দিওলার দল ‘ট্রেবল’ শিরোপা জিতে নিয়েছে। যা স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা করে তুলেছে সিটি ফুটবলারদের। তবে সেই আনন্দে এবার রেশ টানতে যাচ্ছে ইংল্যান্ড জাতীয় দল। সিটি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে এবার উদ্দাম উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন তার জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট।
প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের শিরোপা জয়ের পর গত ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারায় ম্যানসিটি। সেই থেকে প্রথমবারের মতো ট্রেবল জয়ের উৎসব করে যাচ্ছেন ক্লাবটির ফুটবলাররা। সেই উদযাপনে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে গ্রিলিশের মাঝে। বাস প্যারেডের সময় গায়ের শার্ট খোলা এবং আর্লিং হলান্ডদের সঙ্গে গায়ে শ্যাম্পেন ঢেলে উদযাপনের বিষয়গুলো ইংল্যান্ড কোচ ভালোভাবে নেননি।
আরও পড়ুন >> মেসিদের সঙ্গে নিজের যে মিল খুঁজে পেয়েছেন গার্দিওলা
ক্লাব ফুটবলের বিরতি মিলতেই আন্তর্জাতিক ব্যস্ত সূচি শুরু হচ্ছে সব দলের। ইউরোপীয় বাছাইপর্বের ম্যাচে ইংল্যান্ড কিছুদিনের মধ্যে মাল্টা এবং উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে। কিন্তু সেই সূচির কথা ভুলে গ্রিলিশ পিল ফোডেন, জন স্টোনস, ক্যালভিন ফিলিপস এবং কাইল ওয়াকারদের সঙ্গে আনন্দে মেতে আছেন।
— Times Sport (@TimesSport) June 15, 2023
সেই উদযাপনে কড়া নজর রেখেছেন সাউথগেট। তাই তো গ্রিলিশকে তিনি ‘উদযাপনের সীমা’ বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
এই ইংলিশ কোচ বলছেন, ‘এখানে অবশ্যই একটি সীমারেখা আছে। আমি ফুটবলারদের সঙ্গে কথা বলেছি, তাদের জানিয়েছি যে আমাদের ফোকাস কোথায় থাকা উচিৎ। আমি স্বীকার করছি তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড় এবং সপ্তাহের মধ্যে তাদের আবার সঠিক ব্যবস্থাপনায় আনতে পারবো। কিন্তু মূল সমস্যা হচ্ছে তারা তাদের উদযাপনের বিষয়গুলো সমানে পোস্ট করে যাচ্ছে। কিন্তু আমি আমার সব নাইট-আউটের বিষয় জনসমক্ষে আনা পছন্দ করি না। এই প্রজন্মের এই সমস্যাটা বেশ প্রকট।’
আরও পড়ুন >> চ্যাম্পিয়ন হয়েই রিয়ালকে গার্দিওলার হুমকি
তবে আসন্ন বাছাইপর্বে মাল্টার বিপক্ষে ইংলিশদের প্রথম ম্যাচে গ্রিলিশকে বিশ্রামে রাখার কথা জানিয়েছেন সাউথগেট। পরবর্তীতে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আগামী ১৯ জুন উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে তাদের দেখা যেতে পারে।
এএইচএস