র্যাংকিংয়ে সাকিব-নবীদের পাশে সিকান্দার রাজা

চলছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। ইতোমধ্যে সুপার সিক্সে উঠেছে শীর্ষ ৬ দল। এর মধ্যে গ্রুপ পর্বে ব্যাট-বল হাতে দাপট দেখিয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। অবশ্য ভালো খেলার পুরস্কারও পেলেন হাতেনাতে। আইসিসির সবশেষ প্রকাশিত ওডিআই অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে সেরা তিনে চলে এসেছেন রাজা।
রাজার আগে এখন শুধু সাকিব আল হাসান এবং মোহাম্মদ নবী রয়েছেন। এই মুহূর্তে রাজার রেটিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে ২৮২। অন্যদিকে নবীর রেটিং রয়েছে ৩০৫। তবে এদের থেকে ঢের এগিয়ে সাকিব। টাইগার এই অলরাউন্ডারের রেটিং এখন ৩৬৭।
এদিকে চলমান বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটের পাশাপাশি বল হাতেও দাপট দেখিয়েছেন রাজা। আট উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষ ছয় উইকেট শিকারির মধ্যে রয়েছেন এই ক্রিকেটার। রান সংগ্রাহকদের লিস্টেও রাজার অবস্থান ছয়ে। ৩ ইনিংসে ১০৯ গড়ে করেছেন মোট ২১৮ রান। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৫৬.৮৩।
বিশ্বকাপ বাছাইপর্বে সিকান্দার রাজার দল জিম্বাবুয়ে চারটির মধ্যে সবকটিতেই জয় তুলে নিয়েছে। এদিকে ওয়ানডে ইতিহাসে জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন রাজা! মাত্র ৫৪ বলে ১০২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।
এসএইচ/এসএসএইচ/