সেই নেপালেই নতুন অধ্যায় বাংলাদেশের

গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। প্রায় দশ মাস পর সেই নেপালের বিপক্ষ ম্যাচ দিয়েই আগামীকাল আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ। মাঝের কয়েক মাস নানা ঘটনায় কেটেছে নারী ফুটবল।
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন একটু পেশাদার মোড়কেই প্রশ্ন সামলেছেন। বাংলাদেশ নারী ফুটবল ও গোলাম রব্বানী ছোটন ছিল সমার্থক শব্দ। সেই ছোটন এখন সাবিনাদের সাবেক কোচ। এই বাস্তবতা নিয়েই মাঠে নামতে চান সাবিনা, ‘ছোটন স্যার এখন নেই। এটাই সত্য ও বাস্তব। আমাদের সামনে পথ চলতে হবে। নতুন করে শুরু করতে হবে আমাদের।’
ছোটনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন মাহবুবুর রহমান লিটু। তার অধীনেই এখন বাংলাদেশ নেপালের বিপক্ষে মাঠে নামবে। সেই লিটু সব কিছু ছাপিয়ে দলের জয় নিয়ে ভাবছেন, ‘আমরা কিছু কঠিন মুহূর্ত পার করছি। আমাদের মেয়েরা ভালো খেলতে পারলে জয় নিয়ে মাঠ থেকে বেরিয়ে আসতে পারব।’
আরও পড়ুন: ৩ ফুটবলারকে সালাউদ্দিনের বিশেষ বোনাস
সাফ চ্যাম্পিয়ন দলের ছয় জন খেলোয়াড় নেই লিটুর দলে। কেউ ফুটবল থেকে দূরে কেউ আবার ইনজুরিতে। সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জটা বড় সেটা বুঝছেন লিটু, ‘মেয়েরা চেষ্টা করছে সাধ্যমতো। ভালোমতো খেলতে পারলে আমাদের পক্ষেই ফলাফল আসবে। সবার সমর্থন চাই।’
বাংলাদেশ নারী দল সাধারনত বাফুফে ভবনে থেকেই আন্তর্জাতিক ম্যাচ খেলে। এবার বাফুফে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠিয়েছে। যদিও বাফুফের সিদ্ধান্ত ছিল ভবনেই রাখার। সেটা পরিবর্তনের কারণ সম্পর্কে মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘ আমাদের সিদ্ধান্ত ছিল ভবনেই রাখার। মেয়েরা চেয়েছিল হোটেল উঠতে, তাদের খুশি রাখতেই আমরা অর্থ সংস্থান না করেই হোটেলে উঠানো হয়েছে।’
এজেড/এফআই