মুক্তিযোদ্ধা সংসদের অবনমন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারিত হয়েছে তিন রাউন্ড আগেই। আজ ১৯তম রাউন্ড শেষে দ্বিতীয় অবনমন দলও নিশ্চিত হয়েছে। পেশাদার ফুটবল লিগ থেকে প্রথমবারের মতো অবনমিত হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ১৯ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের ১৫ পয়েন্ট। সমান ম্যাচে রহমতগঞ্জের ১৯ এবং চট্টগ্রাম আবাহনীর ২১ পয়েন্ট। শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ হারলে এবং মুক্তিযোদ্ধা জিতলেও কোনো পরিবর্তন হবে না অবস্থানের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে আজ মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট পাওয়ার বিকল্প ছিল না। উত্তরা আজমপুরের অবনমন আগেই নিশ্চিত হয়েছে। দ্বিতীয় অবনমন এড়ানোর জন্য লড়ছিল মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ এবং চট্টগ্রাম আবাহনী। আজ চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারানোয় এবং রহমতগঞ্জ-শেখ রাসেল ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মুক্তিযোদ্ধার প্রিমিয়ার লিগের অধ্যায় সমাপ্ত হয়েছে।
চট্টগ্রাম আবাহনী এবং মুক্তিযোদ্ধার ম্যাচটি অবনমন এড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই লড়াইয়ে চট্টগ্রাম আবাহনী উতরে গেছে। ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল হয়েছে। চট্টগ্রাম আবাহনী ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই দুই গোলের লীড নেয়। এরপর চট্টগ্রাম আবাহনী দশজনের দলে পরিণত হয়। দশ জনে পরিণত হওয়ার কিছুক্ষনের মধ্যেই মুক্তিযোদ্ধা সংসদ এক গোল পরিশোধ করে। দ্বিতীয়ার্ধে লিগে টিকে থাকতে মুক্তিযোদ্ধা গোলের শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
অন্যদিকে মুন্সিগঞ্জে লিগের অন্যতম শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়া চক্র দুর্বল রহমতগঞ্জের বিপক্ষে ড্র করেছে। এই ম্যাচটি শেখ রাসেল জিতলেও মুক্তিযোদ্ধার লিগে বেঁচে থাকার সম্ভাবনা থাকত। শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা জিতলে ও রহমতগঞ্জ হারলে দুই দলের সমান ১৮ পয়েন্ট হতো। রহমতগঞ্জ আজ দুর্দান্ত পারফরম্যান্স করে শেখ রাসেলের বিপক্ষে এক পয়েন্ট আদায় করে নিয়ে নিজেদের প্রিমিয়ারে টিকিয়ে রেখেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড আগামী সপ্তাহে। চ্যাম্পিয়ন, রানার্স আপ ও দুই অবনমনকারী দল ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। শেষ রাউন্ড শুধু কয়েকটি স্থান নির্ধারণের জন্য আনুষ্ঠানিকতা।
এজেড/এইচজেএস