বিওএ’র এজিএম ১৯ আগস্ট

দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। আজ এক নির্বাহী সভায় আগামী ১৯ আগস্ট এজিএমের দিনক্ষণ ঠিক করেছে তারা। ১৯ আগস্ট এজিএম উপলক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের বিওএ’র হিসাব নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান এবং বিওএ’র সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় মহাসচিবসহ আজকের সভায় ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। এই সভায় ১ জুন ২০২৩ হতে ১৭ জুলাই পর্যন্ত যে সকল বরেণ্য ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং বর্ষীয়ান ব্যক্তিবর্গ ইন্তেকাল করেছেন তাদের স্মরণে ও সম্মানে ০১ মিনিট নিরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়।
২৩ সেপ্টেম্বর - ৮ অক্টোবর তারিখ চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে ৪টি দলগত খেলা ফুটবল (পুরুষ+মহিলা), ক্রিকেট (পুরুষ+মহিলা), কাবাডি (পুরুষ+মহিলা), হকি (পুরুষ) এবং ১৩টি ব্যক্তিগত খেলা (আরচ্যারী, এ্যাথলেটিকস, বক্সিং, ফেন্সিং, জিমন্যাষ্টিকস, গলফ, কারাতে, সুইমিং, শ্যূটিং, দাবা, ভারোত্তোলন, ব্রিজ এবং তায়কোয়ানডোসহ মোট ১৭টি খেলায় বাংলাদেশ হতে দল প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এজেড/এইচজেএস