করোনাক্রান্ত হয়ে শঙ্কটাপন্ন অবস্থায় আশরাফুলের গুরু ওয়াহিদুল

করোনায় অনেক আগেই আক্রান্ত হয়েছিলেন খুলনার কোচ ওয়াহিদুল গনি। এবার জানা গেল রীতিমতো সঙ্কটাপন্ন এসে দাঁড়িয়েছেন মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেক বাংলাদেশি ক্রিকেটারের এই শিক্ষক।
করোনার নতুন ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। শোনা যাচ্ছে, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এর প্রভাবের কারণে বিকল্প ভেন্যুতে জৈব সুরক্ষা বলয়ের কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে এরই মধ্যে ক্রিকেটার ও স্টাফদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিলেটের। দলের পাঁচ সদস্য আক্রান্ত হয়েছেন। তবে সেসব ছাপিয়ে মোহাম্মদ আশরাফুলের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিন দুয়েক আগে ছড়িয়ে পড়েছিল। এরপর তার গুরু ওয়াহিদুল গনিও আক্রান্ত হয়েছেন এতে। তার সঙ্গে খুলনা দলের ট্রেইনার আনোয়ার হোসেনও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তবে বাকিদের ব্যাপারে কিছু জানা না গেলেও ওয়াহিদুল গনির ব্যাপারে জানা গেছে, করোনায় অবস্থা সঙ্কটাপন্ন তার। আজ বুধবার তার শিষ্য ও খুলনা দলের কোচিং স্টাফদের একজন আশিক মজুমদার এক ফেসবুক পোস্টে জানান এ কথা। সেখানে জানা যায়, অক্সিজেন স্যাচুরেশনের স্তরও নিম্নগামী খুলনা কোচের। সে পোস্টে তার জন্যে হাসপাতাল কেবিনের খোঁজও করেন আশিক।
এনইউ