এশিয়া কাপের আগে নতুন ঝামেলায় পাকিস্তান

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দারুণ ফর্মে পাকিস্তান। চলমান সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠার হাতছানি বাবর আজমদের। বাইশগজে দেশটির ক্রিকেটাররা ছন্দে থাকলেও পিসিবিতে চলছে অশান্তি। শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের পদে ফের পরিবর্তন হতে যাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যানের পদটি বরাবরই রাজনৈতিক নিয়োগ হিসেবে পরিচিত। যে দল সরকারে থাকে, তারাই নিজেদের প্রতিনিধিকে চেয়ারম্যান পদে বসায়। কদিন আগে নাজাম শেঠির জায়গায় চেয়ারম্যান পদে আসীন হন জাকা আশরাফ।
যদিও তিনি তৎকালীন ক্ষমতাসীন সরকার নন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য। সে সময় শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলেও যেহেতু পিপিপির হাতে দেশের ক্রীড়ামন্ত্রণালয়ের ভার রয়েছে, তাই তারাই আশরাফকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করেন কোহলি!
এদিকে, মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার তিন দিন আগে (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ (এনএ) ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার তিন দিনের মধ্যে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার-উল-হক কাকারের নাম ঘোষণা করা হয়। রাজনৈতিক পালাবদলেই পিসিবিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে।
আরও পড়ুন: পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম!
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্তমান সরকার যে যে জায়গায় রাজনৈতিক নিয়োগ করেছে, তাদের সবাইকে সরিয়ে ফেলতে হবে। মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচনের কারণেই এই সিদ্ধান্ত। তারপরই পাকিস্তানের একটি মন্ত্রণালয় আশরাফকে রাজনৈতিক নিয়োগ বলে চিহ্নিত করেছে এবং পাকিস্তানের সরকারকে নির্দেশ দিয়েছে ওই পদ থেকে আশরাফকে বরখাস্ত করার।
তেমনটা হলে নাজাম ফের পুরোনো পদে ফিরতে পারেন। গত জুলাইয়ে দায়িত্ব নিয়েছিলেন আশরাফ। দু’মাসের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরানো হতে পারে।
এফআই