আঙুলে চিড়, শাদাবকে ছাড়াই ভাবছে পাকিস্তান

ইনজুরি কিছুতেই স্বস্তি দিচ্ছে না তাকে। এর আগে কুঁচকির ইনজুরিতে ভুগেছেন। তারপরই হ্যামস্ট্রিং। এবার পায়ের আঙুলের চোটে সর্বনাশ। ছিটকে পড়লেন শাদাব খান।
পাকিস্তান তাদের আফ্রিকা সফরের বাকি অংশে পাচ্ছে না এই লেগ স্পিন অলরাউন্ডারকে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানাল- চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে শাদাবকে।
পিসিবি টুইটারে জানায়, ‘শাদাব খান দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশ এবং জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে পারবে না। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের আঙুলে চোট পাওয়ায় কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে গিয়ে বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছিলেন শাদাব। তারপরই এক্সরেতে মিলল দুঃসংবাদ। চিড় ধরা পড়েছে। গত কিছুদিনে দুইবার চোটে পড়েন তিনি। ২২ বছর বয়সী শাদাব ফের ইনজুরির বৃত্তে।
এবার আঙুলের চোটে পড়া অধিনায়ক বাবর আজমের জায়গায় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু দুঃসংবাদ পিছু ছাড়ল না। হ্যামস্ট্রিং চোটে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে ছাড়াই ভাবতে হচ্ছে পাকিস্তানের। দুই ওয়ানডে খেলেই মাঠের বাইরে।
দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আগামী বুধবার। তারপর শনিবার থেকে স্বাগতিকদের সঙ্গে শুরু ২০ ওভারে ক্রিকেটের লড়াই।
এটি/এমএইচ