ভারতের বিপক্ষে বরাবরই ব্যর্থ বাবর?

ওয়ানডে ফরম্যাটে এই সময়ে বিশ্বের শীর্ষ ব্যাটার বাবর আজম। এশিয়া কাপে নেপালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলে আসরে বড় কিছু করার আভাস দেন। সর্বশেষ ১০ ইনিংসে পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি আর ৪ ফিফটি। ছন্দে থাকা একজন ব্যাটারের কাছ থেকে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে বড় রান দেখতে চাইবে সমর্থকরা। কিন্তু সুপার ফোরের ম্যাচে দেশটির ক্রিকেট সমর্থকদের হতাশ করেছেন বাবর। গতকাল কলম্বোতে ২ চারের সাহায্যে ২৪ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
প্রতিপক্ষ ভারতের সামনেই কী ব্যাট হাতে রান পান না বাবর? এই প্রশ্নের উত্তরটা মিলে যায় সহজেই। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৭ ম্যাচের ৬ ইনিংসে ব্যাটিং করেছেন বাবর। রোহিত শর্মাদের বিপক্ষে বাবরের নেই কোনো ফিফটি! যেখানে সর্বোচ্চ রান করেছেন ৪৮। সেটাও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাবরের ইনিংসগুলো যথাক্রমে ৮, ৪৬, ৪৭, ৯, ৪৮ এবং ১০ রানের। এখন পর্যন্ত সাত ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে ভারতের বিপক্ষে বাবরের সংগ্রহ প্রায় ২৮ গড়ে ১৬৮ রান। কেবল ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষেই বাবরের গড় ত্রিশের নিচে। তবে আইরিশদের বিপক্ষে বাবর খেলেছেন একটি ম্যাচ। সে ম্যাচে ২৯ রান করেছিলেন তিনি।
সুপার ফোরে ভারতের দেওয়া ৩৫৭ রানের রান পাহাড় টপকাতে বড় রান প্রয়োজন ছিলো বাবরের ব্যাট থেকে। কিন্তু ভারতের বিপক্ষে নিজের পুরোনো পরিসংখ্যান বদলাতে পারলেন না বাবর। দলীয় ৪৩ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন তিনি।
এইচজেএস