আজকের ফাইনালে আবহাওয়া কেমন থাকবে?

এশিয়া কাপের এবারের আসরে ঘুরেফিরেই আসছে বৃষ্টির প্রসঙ্গ। বাইশগজের ক্রিকেটীয় দ্বৈরথে যেন বড় প্রতিপক্ষের ভূমিকায় হাজির বৃষ্টি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রায় প্রতিদিনই বেরসিক বৃষ্টি বাগড়া দিচ্ছে। শিরোপার লড়াইয়ে কিছুক্ষণ পরই মাঠে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত।
যথারীতি আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলম্বোতে। যদিও বৃষ্টির কথা মাথায় রেখে রিজার্ভ ডে রাখা হয়েছে। আজ প্রকৃতি বাধায় খেলা না হলে আগামীকাল (সোমবার) ফাইনাল মাঠে গড়াবে।
আরও পড়ুন: বাংলাদেশ কেন এশিয়া কাপে ব্যর্থ হলো?
স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকাল ও সন্ধ্যায় কলম্বোয় হালকা থেকে মাঝারি ঢংয়ে বৃষ্টি হতে পারে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ ছাড়া সকাল থেকে অবশ্য আকাশ মোটের ওপর পরিষ্কার ছিল। হালকা মেঘের আনাগোনার পাশাপাশি রোদও রয়েছে। ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ বলতে যেমন আবহাওয়া দরকার ঠিক তেমনটাই দেখা গেছে কলম্বোর প্রেমাদাসায়।
— SportsTiger (@The_SportsTiger) September 17, 2023
তবে নিশ্চিন্তে থাকার উপায় নেই ক্রিকেটপ্রেমীদের। এটুকু বলাই যায়, এশিয়া কাপ ফাইনালে শিরোপা ছাড়াও দুই দলের চোখ থাকবে আকাশেও। এছাড়া ব্যস্ত থাকতে হতে পারে কলম্বোর মাঠকর্মীদের।
রাখা হয়েছে রিজার্ভ ডে
কোনো কারণে আজকের ম্যাচ সম্পূর্ণ না হলে তা গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী খেলা অনুষ্ঠিত হবে সোমবার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এ নিয়মের বিষয়ে জানিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এফআই