সাকিবকে নিয়ে আবেগী বার্তা স্ত্রী শিশিরের

মাঠের ভেতরে, ড্রেসিংরুমে কিংবা গ্যালারিতে… সাকিব আল হাসানের ভক্ত বা সমর্থকের অভাব নেই। সাম্প্রতিক কিছু বিতর্ক বাদ দিলে সাকিবের প্রতি বাংলাদেশের প্রতি মুগ্ধতা ছিল সার্বজনীন। বড় সমালোচনা থাকলেও নিজের ক্রিকেটীয় পারফর্মে বরাবরই ক্রিকেট ভক্তদের মন জয় করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তবে সাকিবের সবচেয়ে বড় সমর্থন বারবার এসেছে নিজের পরিবার থেকে। পত্নী উম্মে শিশির বরাবরই সাকিবকে সমর্থন দিয়ে গিয়েছেন। চলমান বিশ্বকাপেও যখন বিতর্ক সাকিবের সঙ্গী, তখনও শিশির ফেসবুকে ছিলেন সরব।
আফগানিস্তান ম্যাচের পর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসুবকে সাকিবকে নিয়ে আবারুও আবেগী বার্তা দিয়েছেন উম্মে আহমেদ শিশির।
Win or lose doesn’t matter as a family we are always with you, we are our own world. You know your strength I know your...
Posted by Sakib Ummey Al Hasan on Sunday, October 8, 2023
সেখানে স্ত্রী শিশির লিখেছেন, 'জয় বা হার কোন ব্যাপার না আমাদের কাছে। একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি, আমরাই আমাদের নিজস্ব পৃথিবী। তুমি তোমার শক্তি জানো, আমি তোমার দূর্বলতা জানি, আমরা অনেক দূর এসেছি। কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয় তোমার জন্য, সবকিছু উপভোগ করো! যাই হোক না কেন তুমি জানো, তোমার পরিবার তোমার জন্য আছে।'
এর আগে আইসিসির দেওয়া পোস্টারে সাকিবের নাম দেখেও ব্যাঙ্গাত্মক পোস্ট করেছিলেন সাকিবপত্নী। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরেও ছিল শিশিরের স্ট্যাটাস।
জেএ