ভারত কেন সেরা আবার তা দেখাল : শান্ত

বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারল বাংলাদেশ। পুনেতে ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ম্যাচজুড়ে ভালো ব্যাট করতে না পারার পর বল হাতেও ভুগেছে টাইগার বোলাররা। যে কারণে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক জানালেন ভারত কেন সেরা দল।
ইনজুরির কারণে দলে না থাকা সাকিব আল হাসানের পরিবর্তে এদিন অধিনায়কত্ব করেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘ভারত সবসময় খুব ভালো দল, সামর্থ্যবান দল। আজও তারা তা দেখিয়েছে। সব দলই ভালো, আমরা কেবল ভালো ক্রিকেট খেলতে পারিনি। আশা করছি, সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারব।’
লিটন দাস ও তানজিদ তামিম মিলে দলকে শুরুতে ভালো রান এনে দেন। দেখেশুনে খেলে ফিফটি তুলে নিয়েছিলেন দুই ওপেনার। ডানহাতি এই ওপেনার লিটন আরও কিছু সময় পিচে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মনে করেছেন শান্ত, ‘তানজিদ খুব ভালো খেলেছে, আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে। লিটন ক্রিজে লম্বা সময় থাকতে পারলে ম্যাচ পরিস্থিতি ভিন্ন হতে পারত।’
এছাড়া সাকিব আল হাসান ভালো আছেন বলেও জানিয়েছেন শান্ত। আগামী ম্যাচেই তাকে একাদশে পাওয়া যাবে বলে আশাবাদী শান্ত। বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মুম্বাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এসএইচ/কেএ