নবম দিনেও আনসারের আধিপত্য, শ্রেষ্ঠত্বের অপেক্ষায় তারা

বাংলাদেশ গেমসের নবম দিন ছিল আজ (শুক্রবার)। ক্রিকেট ছাড়া বাকি সব ডিসিপ্লিনের পদক নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনো আনুষ্ঠানিকভাবে পদক তালিকা প্রকাশ করেনি। অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ আনসার পদক তালিকায় শীর্ষে রয়েছে। ১২৫ স্বর্ণ নিয়ে আনসার এক নম্বরে। ১০৭ স্বর্ণ নিয়ে সেনাবাহিনী দ্বিতীয় স্থানে রয়েছে। ৩১ ডিসিপ্লিনে মোট ৩৭৮ স্বর্নপদকের লড়াই ছিল। নবম দিনে অনেক ইভেন্টের পদক নিষ্পত্তি হয়েছে। এদিনও আনসারের আধিপত্য ছিল।
পুরুষ হকিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
বাংলাদেশ গেমস বলেই কি এমন হাড্ডহাড্ডি লড়াই? হকিতে এমন প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা অনেকদিন থেকেই দেখেননি ক্রীড়াপ্রেমীরা। স্বর্ণের লড়াইয়ে সাডেন ডেথে সেনাবাহিনী ৩(৪)-৩ (৩) গোলে হারিয়েছে নৌবাহিনীকে।
পুরুষ হকি
স্বর্ণ বাংলাদেশ সেনাবাহিনী
রৌপ্য বাংলাদেশ নৌবাহিনী
ব্রোঞ্জ বাংলাদেশ পুলিশ
মহিলা হকি
স্বর্ণ নড়াইল জেলা
রৌপ্য ঝিনাইদহ জেলা
ব্রোঞ্জ কিশোরগঞ্জ জেলা
উশুতে সেরা আনসার
উশুতে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। শুক্রবার সাভারের বিকেএসপিতে শেষ হওয়া এই ডিসিপ্লিনে ১৬টি স্বর্ণ ও একটি রুপা জিতেছে তারা। ১২টি স্বর্ণ, তিনটি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২টি স্বর্ণ, তিনটি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
কাবাডিতে সেরা বিজিবি ও আনসার
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি ডিসিপ্লিনে পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ১৫-১৪ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজিবি ২৪-২২ পয়েন্টে বিমান বাহিনীকে হারিয়েছে। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ১৫-১৪ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে নড়াইল জেলা ও ফরিদপুর জেলা।
শেষ হলো গলফ ইভেন্ট
কুর্মিটোলা গলফ ক্লাবে ০৭ থেকে ০৯ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত ০৩ দিনব্যাপী অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’ এর গলফ ইভেন্ট এর সফল সমাপ্তি হয়েছে শুক্রবার।
পুরুষ দলগত বিভাগ:
দুই রাউন্ডের খেলা শেষে এ্যামেচার গলফার মোঃ সাইফুল এবং মোঃ মুন্নার সমন্বয়ে গঠিত সাভার গলফ ক্লাব দল পারের চেয়ে ০৮ স্ট্রোক কম (১৪০ + ১৪০ = ২৮০) খেলে স্বর্ণপদক লাভ করেছেন। মোঃ সম্রাট শিকদার ও মোঃ শফিক বাখার সমন্বয়ে গঠিত কুর্মিটোল গলফ ক্লাব দল পারের চেয়ে ০৪ স্ট্রোক কম (১৪৩ + ১৪১ = ২৮৪) খেলে রানার-আপ হয়ে রৌপ্য পদক এবং সৈনিক মোঃ সাহাব উদ্দিন ও সৈনিক মোঃ আবু বকর সিদ্দিক এর এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী দল পারের চেয়ে ০২ স্ট্রোক কম (১৪২ + ১৪৪ = ২৮৬) খেলে ২য় রানার-আপ হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
মহিলা দলগত বিভাগ
এক রাউন্ডের খেলা শেষে সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক লিমা আখতার এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা গলফ দল পারের চেয়ে ০১ স্ট্রোক কম (৬৯ + ৭৪ = ১৪৩) খেলে স্বর্ণপদক লাভ করেছেন। সৈনিক সোনিয়া আখতার ও সৈনিক নাসিমা আখতার এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর অপর মহিলা গলফ দল পারের সমান স্ট্রোক (৭৪ + ৭০ = ১৪৪) খেলে রানারআপ হয়ে রৌপ্য পদক এবং মিসেস তাহমিনা রহমান ও মিসেস তাসলিমা শিরিন এর সমন্বয়ে গঠিত কুর্মিটোলা গলফ ক্লাব মহিলা গলফ দল পারের চেয়ে ০৬ স্ট্রোক বেশি খেলে (৭৮ + ৭৩ = ১৫১) ২য় রানার-আপ হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
পুরুষ একক (গ্রস)
৩য় রাউন্ডের খেলা শেষে কুর্মিটোলা গলফ ক্লাবের মোঃ সম্রাট শিকদার পারের চেয়ে ০৪ স্ট্রোক কম খেলে (৭০+৭৩+৬৯ = ২১২) স্বর্ণপদক লাভ করেছেন। কুর্মিটোলা গলফ ক্লাবের অপর গলফার মোহাম্মাদ ফরহাদ পারের চেয়ে ০৩ স্ট্রোক বেশি (৭৩+৭৩-৭৩=২১৯) খেলে ২য় স্থান অধিকার করে রৌপ্য পদক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোঃ সাহাব উদ্দিন পারের চেয়ে ০৩ স্ট্রোক বেশী (৭২+৭৪-৭৩=২১৯) খেলে ৩য় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
পুরুষ একক (নেট):
কুর্মিটোলা গলফ ক্লাবের মোঃ লিটন মন্ডল পারের চেয়ে ০৫ স্ট্রোক কম (৭১+৭০+৭০=২১১) খেলে স্বর্ণপদক লাভ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মেহেদী হাসান পারের চেয়ে ০৪ স্ট্রোক কম (৭২+৭২+৬৮=২১২) খেলে ২য় এবং কুর্মিটোলা গলফ ক্লাবের মোঃ সম্রাট শিকদার ৩য় স্থান অধিকার করে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
মহিলা একক (গ্রস):
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার পারের চেয়ে ০১ স্ট্রোক কম (৭১) খেলে স্বর্ণপদক লাভ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর অপর মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের সমান (৭২) স্কোর খেলে রৌপ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর অপর মহিলা গলফার সৈনিক লিমা আক্তার ব্রোঞ্জপদক লাভ করেছেন।
মহিলা একক (নেট):
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ০৩ স্ট্রোক কম (৬৯) খেলে স্বর্ণপদক লাভ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর অপর গলফার সৈনিক নাসিমা আক্তার পারের চেয়ে ০২ স্ট্রোক কম (৭০) খেলে ২য় এবং কুর্মিটোলা গলফ ক্লাবের মিসেস তাসলিমা শিরিন পারের চেয়ে ০১ স্ট্রোক বেশী (৭৩) খেলে ৩য় স্থান অধিকার করে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
শেষদিনে ভারোত্তোলনে ৯ রেকর্ড
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ ভারোত্তোলনের শেষ দিনে শুক্রবার নারী বিভাগে চার ও পুরুষ বিভাগে পাঁচ রেকর্ড হয়েছে নারীদের ৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারীদের উর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রোকাইয়া।
পুরুষদের উর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। ১০৯ কেজি ওজন বিভাগের ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন।
ভারোত্তোলনের ২০ ইভেন্টে সমান, ১০টি করে সোনা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার।
৮৭ কেজি ওজন শ্রেণীতে তিন ক্যাটাগরিতে রেকর্ড গড়ে সোনা জয়ের পথে স্ন্যাচে ৬২, ক্লিন এন্ড জার্কে ৭৬, মোট ১৩৮ কেজি তুলেছেন তানিয়া খাতুন। রুপা জয়ী বাংলাদেশ জেলের সাকেরা খাতুন স্ন্যাচে ৫৩, ক্লিন এন্ড জার্কে ৬৩, মোট ১১৬ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ আনসারের মিঞ্জু আক্তার স্ন্যাচে ৫১, ক্লিন এন্ড জার্কে ৬৪, মোট ১১৫ কেজি তুলেছেন।
নারীদের উর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে সোনা জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর নাজনীন আক্তার মুন্নি স্ন্যাচে ৫৭, ক্লিন এন্ড জার্কে ৭২, মোট ১২৯ কেজি তুলেছেন। বাংলাদেশ আনসারের সোয়াইবা রহমান রাফা স্ন্যাচে রেকর্ড ৫৭ কেজি, ক্লিন এন্ড জার্কে ৭১, মোট ১২৮ কেজি তুলে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ের পথে বাংলাদেশ জেলের মার্জিয়া আক্তার স্ন্যাচে ৫৪, ক্লিন এন্ড জার্কে ৫৫, মোট ১০৯ কেজি তুলেছেন।
পুরুষদের উর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী তিন ক্যাটাগরিতে রেকর্ড গড়ার পথে স্ন্যাচে ১২১, ক্লিন এন্ড জার্কে ১৪৭, মোট ২৬৭ কেজি তুলেছেন। রুপা জয়ের পথে বাংলাদেশ আনসারের তায়েফুর রহমান স্ন্যাচে ১১০, ক্লিন এন্ড জার্কে ১৪০, মোট ২৫০ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ের পথে একই দলের সুদীপ্ত দাস স্ন্যাচে ১০০, ক্লিন এন্ড জার্কে ১৩৮, মোট ২৩৮ কেজি তুলেছেন।
ভারোত্তোলনের খেলা শেষে বাংলাদেশ আনসারের কোচ বিদ্যুৎ কুমার রায় বলেছেন, ‘বাংলাদেশ আনসার ও বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড়রা সমান সুযোগ-সুবিধাই পান। এ আসরে বাংলাদেশ আনসারের খেলোয়াড়রা প্রত্যাশার চেয়ে ভালো করেছেন। তার কারণ টানা অনুশীলন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহায়তায় আমাদের খেলোয়াড়রা বছরজুড়েই অনুশীলনের মধ্যে থাকেন। ভারোত্তোলনে ভালো করতে হলে অনুশীলনের বিকল্প নেই।’
রোইংয়ে দুই বিভাগে সেরা কেরানীগঞ্জ
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে রোইংয়ে সেরা কেরানীগঞ্জ। পুরুষ এবং নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে তারা। রাজধানীর হাতিরঝিলে হয় দিনব্যাপী রোইং ইভেন্ট। পুরুষ ইভেন্টে আলী নগর রোইং ক্লাব আর নারীদের বিভাগে স্বর্ণ জিতেছে চুনকুটিয়া রোইং ক্লাব।
নারীদের বিভাগে অংশগ্রহণকারী তিনটি দলই ঢাকার। রৌপ্য জিতেছে ইউনিভার্সেল রোইং ক্লাব আর ব্রোঞ্জ পেয়েছে নিউ ইয়ং স্টার রোইং ক্লাব। একটি নৌকায় বৈঠা হাতে ছিলেন ছয় নারী রোয়ার।
স্বর্ণজয়ী দলের দলপতি চঞ্চলা রায় পদক পেয়ে খুশির কথা জানিয়েছেন। তবে অনুশীলনের সুযোগ পেলে বৈঠা হাতে আরও ভালো করতে পারতেন বলে মনে করেন এই রোয়ার।
বাংলাদেশ রোইং ফেডারেশনের নির্বাহী সদস্য আজমেরী বেগম মুন্নি খুশি লকডাউনের মাঝে বঙ্গবন্ধুর নামে করা গেমস সফল হওয়ায়। রোইংয়ের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি।
পুরুষদের বিভাগে অংশ নিয়েছে পাঁচ দল। স্বর্ণজয়ী আলী নগর রোইং ক্লাবের দলপতি মনির হোসেন খুশি পদক জয় করতে পেরে। তিনি বলেন, ‘করোনা শুরু হওয়ার পর গত দু বছর পানিতে বৈঠা হাতে নামা হয়নি। ঐতিহাসিক এই গেমসে খেলতে পেরে সরকার এবং ফেডারেশনের কাছে কৃতজ্ঞ।’
আগামীতে আরো আরও বড় আসরে দেশের পতাকা হাতে খেলার স্বপ্ন দেখেন মনির। পুরুষদের বিভাগে রৌপ্য জিতেছে নিউ গাজী ক্লাব আর ব্রোঞ্জ গেছে বরিশাল রোইং ক্লাবের কাছে। দশজন রোয়ার ছেলেদের একদলে বৈঠা হাতে ছিলেন।
রোইং পদক তালিকা
পুরুষ বিভাগ- (অংশগ্রহণকারী দল ৫টি)
স্বর্ণ- আলী নগর রোইং ক্লাব
রৌপ্য- নিউ গাজী রোইং ক্লাব
ব্রোঞ্জ-বরিশাল রোইং ক্লাব
নারী বিভাগ (তিন দল)-
স্বর্ণ- চুনকুটিয়া রোইং ক্লাব
রৌপ্য-ইউনিভার্সেল রোইং ক্লাব
ব্রোঞ্জ-নিউ ইয়ং স্টার রোইং ক্লাব
তায়কোয়ানদোতে মাসুদ ও মাসুমের স্বর্ণ জয়
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানদো ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান।
সিনিয়র পুরুষ (অনূর্ধ্ব-৭৪ কেজি) ফাইটিং
সিনিয়র পুরুষ অনূর্ধ্ব-৭৪ কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান ২০-১৭ স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর মো. নাসির পারভেজকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির মো:জাহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আব্দুর রহিম ব্রোঞ্জ পদক জিতেছেন।
সিনিয়র পুরুষ (অনূর্ধ্ব-৮৭ কেজি) ফাইটিং
সিনিয়র পুরুষ অনূর্ধ্ব-৮৭ কেজি ওজন শ্রেণিতে বর্ডার গার্ড বাংলাদেশের মো.রাসেল খানকে ২৫-১৫ স্কোরে হারিয়ে সোনার পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো.মাসুদ পারভেজ। বাংলাদেশ আনসার ও ভিডিপির আলমগীর এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মো.নয়ন ব্রোঞ্জ পদক জিতেছেন।
বাংলাদেশ আনসারের ও ভিডিপি আধিপত্যে শেষ হয়েছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানদো ডিসিপ্লিন। চারদিন ব্যাপ্তি ৩৪টি ইভেন্টের লড়াইয়ে বাংলাদেশ আনসার ১৮টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক জিতে তালিকায় শীর্ষস্থান দখল করেছে। দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী ১৪টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ২৮টি পদক জিতে দ্বিতীয় হয়েছে। ২টি স্বর্ণ, ০৪টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জিতে তৃতীয় হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
ক্রিকেটে বরেন্দ্র-জাহাঙ্গীরাবাদ ফাইনাল কাল
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ক্রিকেটের পুরুষ বিভাগে ফাইনাল আগামীকাল (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
ফাইনালে জমাট লড়াইয়ের আশা করা হচ্ছে। লিগ পর্বে তিন ম্যাচে দুটি করে জয় নিয়ে ফাইনালে উঠে এসেছে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। গত ৫ এপ্রিল লিগ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন ৩ উইকেটে জিতেছিল।
চার দলের প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারেনি চট্টলা ইস্ট জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন। লিগ পর্বে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। তবে রান রেটে চন্দ্রদ্বীপের (-১.৪৫৪) চেয়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে চট্টলা (-০.১৭৭)। আর রান রেটে এগিয়ে থাকায় ব্রোঞ্জ পদক জিতে গেছে চট্টলা ইস্ট জোন ।
এর আগে ক্রিকেটের মহিলা বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ ব্লু দল। সিলেটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল সালমা খাতুনের দল। বাংলাদেশ গ্রিন রৌপ্য পদক ও বাংলাদেশ রেড দল ব্রোঞ্জ পদক জিতেছিল।
ফাইনাল (১০ এপ্রিল)
বরেন্দ্র নর্থ জোন বনাম জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন
ভেন্যু: শহীদ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বরিশাল
ম্যাচ শুরু: সকাল ৯টায়
জুডোতে সেরা বাংলাদেশ আনসার
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের জুডো ডিসিপ্লিনের খেলা শেষ হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে শুক্রবার ৩টি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার (পুরুষ ও মহিলা) পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ আনসার। সর্বোচ্চ ৫টি স্বর্ণপদকসহ ৯টি পদক জিতেছে তারা।
এজেড/এমএইচ