ভিসা না পেয়ে এএফসিকে চিঠি কিংসের

২৪ অক্টোবর এএফসি কাপে মোহনাবাগানের বিপক্ষে ম্যাচ বসুন্ধরা কিংসের। ভারতীয় ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভিসা বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি। আজ রাতে এএফসি’র কম্পিটিশন বিভাগে একটি কড়া চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, আজ ২১ অক্টোবরের মধ্যে ভিসা না পেলে মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে না কিংস।
এএফসির নিয়মানুযায়ী ম্যাচের দুই দিন আগে ভেন্যুতে উপস্থিত থাকতে হয়। বসুন্ধরা কিংস সেই মোতাবেক ২২ অক্টোবর সকালে বিমান টিকিট নিশ্চিত করেছিল। পাশাপাশি হোটেলও ঠিক ছিল। আজ পর্যন্ত ভিসা না পাওয়ায় তারা বড় অঙ্কের লোকসানের সম্মুখীন হচ্ছে। পরবর্তীতে ভিসা পেলে শেষ মুহূর্তে এত জনের টিকিট এবং আবাসন নিয়ে বেশ ভোগান্তির মধ্যে পড়বে কিংস। তাই আজ ভিসা না পেলে কিংসের পক্ষে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ খেলা সম্ভবপর নয় বলেও জানিয়েছে।
বসুন্ধরা কিংস এএফসিকে লেখা চিঠিতে ভিসা সংক্রান্ত বিষয়ে নানা ভোগান্তির চিত্র সুস্পষ্টভাবে তুলে ধরেছে। বসুন্ধরা কিংস আগস্টের শেষ সপ্তাহ থেকে এই ভিসা প্রক্রিয়ার কাজ শুরু করেছিল। ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং মোহনবাগানের আন্তরিকতার অভাবও ধরা পড়েছে বসুন্ধরা কিংসের কাছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংসকে এই সংক্রান্ত বিষয় প্রয়োজনীয় সাহায্য করেছে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আবেদন করতে সক্ষম হয়। ১৮ অক্টোবর আবেদনের পর কিংসকে ৯ নভেম্বর পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেয়া হয়। যেখানে ম্যাচ ২৪ অক্টোবর। এই সকল বিষয় দালিলিকভাবে এএফসি’র কাছে তুলে ধরেছে কিংস।
এই মোহনবাগানের বিপক্ষে খেলতে গিয়ে ভিসা বিড়ম্বনায় পড়েছিল বাংলাদেশের আরেক ক্লাব ঢাকা আবাহনীও। প্লে অফ ম্যাচে ঢাকা আবাহনী কলকাতায় পৌঁছেছিল ম্যাচের আগের দিন। দুই ভাগে গিয়েছিল খেলোয়াড়রা।
এজেড/এইচজেএস