কলকাতায় যেভাবে সময় কাটছে বাবর-রিজওয়ানদের

বিশ্বকাপের ম্যাচের কল্যাণে ৭ বছর পর কলকাতায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট টিম। তবে খুব ভালো হলো না তাদের এবারের সফর। এরইমধ্যে শেষ হয়েছে বিশ্বকাপের সেমিফাইনালের আশা।
রোববার বিকেল হোটেলের সুইমিং পুলে ঘণ্টাখানেক সময় কাটান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
কলকাতার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে— সাঁতার পর্ব শেষ করেই উপস্থিত পুলিশকর্মীদের লং ড্রাইভে নিয়ে যাওয়ার অনুরোধ করেন পাক অধিনায়ক। নিরাপত্তার ঘেরাটোপে থাকা বাবরকে নিয়ে বেশি দূরে যাওয়ার ঝুঁকি নিতে চাননি কেউই। বাবর ফের জানতে চান, সামান্য দূরে যাওয়া সম্ভব কি না। পুলিশকর্মীরা তার পরে সিদ্ধান্ত নেন তাকে নিউ টাউনের ইকো পার্কে নিয়ে যাওয়ার। তাতে সামান্য ঘোরাও হবে। ইকো পার্কের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। রাত ৮টা নাগাদ ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে বাবর ঘুরে আসেন ইকো পার্ক।
কলকাতায় হায়দরাবাদের মতো কড়াকড়িতে রাখা হচ্ছে না পাকিস্তান ক্রিকেট টিমকে। ক্রিকেটারেরা যাতে শহর উপভোগ করতে পারেন, সে দিকটাও খেয়াল রাখা হচ্ছে।
গতকাল দুপুরে বান্ধবী ও পরিবারের সদস্যদের জন্য গহনা কিনতে ক্যামাক স্ট্রিটের অলঙ্কারের দোকানে যান আবদুল্লা শফিক ও সৌদ শাকিল। যদিও সকালের দিকে কলকাতার একটি জনপ্রিয় শপিং মল ঘুরে দেখার অনুমতি খারিজ হয় শাদাব খান ও ইফতিখার আহমেদের।
এনএফ