ধোনিদের নেট বোলার হতে গিয়ে প্রতারণার শিকার

জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বজুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর মধ্যে সবার উপরে অবস্থান আইপিএলের। বিশ্বের প্রায় প্রতিটি খেলোয়াড় মুখিয়ে থাকেন এই টুর্নামেন্টে খেলার জন্য। ভারতের তরুণ খেলোয়াড়দের যোগ্যতা প্রমাণের মঞ্চ আইপিএল। যারা খেলোয়াড় হিসেবে সুযোগ পান না, তারা অন্যকোন উপায়ে হলেও দলের সঙ্গে যুক্ত থাকতে চান। চেন্নাই সুপার কিংসের নেট বোলার হতে চেয়েছিলেন আশিস পান্ডে নামের এক পেসার। তবে প্রতারণার শিকার হয়েছেন তিনি।
নবদ্বীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণা, টি নটরাজন, বরুণ চক্রবর্তী, হার্শাল প্যাটেল কিংবা প্রবীন দুবে; সবাই আইপিএলের মাধ্যমে আলোচনায় এসেছেন। এদের অনেকেই আইপিএলে বল হাতে আলো ছড়িয়ে ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। আইপিএল রাতারাতি তারকা বানানো সবচেয়ে কার্যকরী প্ল্যাটফর্ম।
আইপিএলে খেলার স্বপ্ন যেমন বিশ্বের প্রতিটি তারকা ক্রিকেটারের থাকে, তেমনই ভারতীয় তরুণ ক্রিকেটাররাও যে কোন মূল্যে একটি ফ্র্যাঞ্চাইজি দলে নাম লেখাতে চান। তবে সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যারা এই টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে সুযোগ পান না, তারা অন্যকোন উপায়ে হলেও দলের সঙ্গে যুক্ত থাকতে চান। যেমন তরুণ বোলার আশিস পান্ডে।
২০১৯ আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ২০২০ আইপিএল দেশের বাইরে হওয়ায় নেট বোলারের সুযোগ হারান আশিস। এবারও কোনো দলে ডাক পড়েনি তার। তবে যেকোন একটি দলের সঙ্গে যুক্ত হতে চাচ্ছিলেন তিনি। এজন্য ২১ বছর বয়সী এই তরুণ রাকেশ গোস্বামী নামের একজনের সঙ্গে যোগাযোগ করেন। রাকেশ চেন্নাইয়ের নেট বোলার করার প্রতিশ্রুতি দিয়ে আশিসের কাছ থেকে ৫০ হাজার রুপি নেন। তবে টাকা পাওয়ার পর আশিসের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন রাকেশ।
এই ঘটনার পর মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানকার এক পুলিশের ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এই ঘটনা সম্পর্কে শুনেছি। ইতোমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি দেখছি, এমন ঘটনা আরও ঘটেছে কিনা।’
টিআইএস/এটি