কিপটে বোলিংয়ে এক উইকেট পেলেন সাকিব

আগের ম্যাচে প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে পেলেন নিজের শেষ ওভারে। আগের তিন ওভারেও করলেন দুর্দান্ত বোলিং। তার দারুণ বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে চেপে ধরেছে কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাইয়ের বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারে দুই ডট দেন তিনি, বাকি চার বল থেকে দেন এক রান করে। প্রথম ওভারে দেওয়া চার রানের পর দ্বিতীয় ওভারেও দারুণ বোলিং করেন বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার।
পিচের সহায়তা কাজে লাগিয়ে লাইন ও লেন্থের ভ্যারিয়েশনে খোলসবন্দি করে রাখেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে। সাকিবের দ্বিতীয় ওভারে ৬ বল থেকে ছয়টি সিঙ্গেলের বেশি নিতে পারেননি মুম্বাইয়ের ব্যাটসম্যানরা।
ইনিংসের নবম ওভারে নিজের তৃতীয় ওভার বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারেও তার বলে বাউন্ডারি হাঁকাতে ব্যর্থ হন রোহিত ও যাদব। নিজের শেষ ওভারে এসেই দ্বিতীয় বলে বাউন্ডারি খেয়ে বসেন তিনি। পরের বলে উইকেটের দেখাও পেয়ে যান সাকিব।
তার ধীরগতির বল উড়িয়ে মারতে চেয়েছিলেন যাদব। বল উঠে গিয়েছিল অনেক উপরে। এরপর সেটা চলে যায় শুভমান গিলের হাতে। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সাকিব।
এমএইচ