আইপিএল নিলামে মুস্তাফিজ-তাসকিনদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু?

এবারের আইপিএলের নিলামও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়াচ্ছে। আবুধাবিতে হতে যাওয়া এই মিনি নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে থেকে তাদের দল পূর্ণাঙ্গ করবে। তাদের মধ্যে আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। তবে নিলামে তারা কজন দল পাবেন, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কারণ আইপিএলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সংঘর্ষ হবে। তাই পুরো মৌসুমে বাংলাদেশের সাত ক্রিকেটারকে পাওয়া কঠিন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হবে কোন খেলোয়াড়কে কতটুকু সময় পাওয়া যেতে পারে।
এবারের নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সব মিলিয়ে ৭৭ খেলোয়াড়কে কিনতে পারবে, তাদের মধ্যে বিদেশি ৩২ জন। তবে জায়গার ঘাটতির জন্য নয়, এবারের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বাধা হতে পারে পুরো টুর্নামেন্টে সময় দিতে পারা না পারার ওপর।
২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ৬টি সাদা বলের ম্যাচ খেলবে। একই সময়ে আইপিএলও হবে। তাই সেখানে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সীমিত হতে পারে।
নিলামকে সামনে রেখে আজ সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সভায় বসবে বিসিসিআই। আবুধাবিতে সেই সভায় ভারতীয় বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেবে, কোন বিদেশি খেলোয়াড়ের প্রাপ্যতা কতটুকু।
তবে আইপিএলে দল পেলে বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে আপত্তি নেই। ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেছেন, ‘আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দিব আমরা। কারণ আমরা চাই তারা যতটা বেশি সময় সম্ভব খেলুক। আমরা তাদের ন্যুনতম প্রয়োজনে দেশে ফিরিয়ে আনব।’
এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। গতবার দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন তিনি। এ ছাড়া রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান সাকিব (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরিফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ) আছেন নিলামের তালিকায়।
এফএইচএম/