বিপিএল ফুটবল : কিংসের জয়, রহমতগঞ্জের ড্র

বিপিএল ক্রিকেট উদ্বোধনীর দিন হয়েছে বিপিএল ফুটবলও। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং রাজশাহী স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-২ গোলে ফর্টিজ এফসি’র বিপক্ষে ড্র করে।
প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে বসুন্ধরা কিংসকে জয় পেতে খানিকটা কষ্ট হয়েছে। ৭৯ মিনিট পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য ছিল। ৮০ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোলে বসুন্ধরা জয়ের ভিত তৈরি করে। ইনজুরি সময়ে মিগুয়েল ফেরেইরার বাড়ানো বলে ডরিয়েল্টন বল জালে পাঠালে ব্যবধান দ্বিগুণ হয়।
ছয় মিনিট ইনজুরি সময়ের শেষ মিনিট বসুন্ধরা বক্সের সামনে ফ্রি কিক পায়। সেই ফ্রি কিক থেকে অধিনায়ক রবসন রবিনহো দুর্দান্ত শটে বল জালে পাঠান। ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন রবসন।
টানা চার জয়ে বসুন্ধরা কিংস ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। কিংসের প্রতিদ্বন্দ্বী আবাহনী তিন ম্যাচে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করেছে। আগামীকাল শেখ রাসেলের বিপক্ষে পয়েন্ট হারালে শিরোপা দৌড়ে আরো পিছিয়ে পড়বে লিগে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন দলটি।
রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। প্রথমার্ধে স্কোরলাইন ছিল ১-১। ফর্টিজ লিড নেয়ার পর রহমতগঞ্জ সমতা আনে। দ্বিতীয়ার্ধে হয়েছে উল্টো। রহমতগঞ্জ লিড নেওয়ার পর সমতা আনে ফর্টিজ। চার রাউন্ড শেষে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এখনো অপরাজিত। চার ম্যাচই ড্র করে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রহমতগঞ্জ। ফর্টিজেরও সমান ৪ পয়েন্ট থাকলেও তাদের অবস্থান সপ্তম।
এজেড/এফআই