ইতিহাসগড়া হ্যাটট্রিক করে যা বলছেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এদিন ৫৮ রানে হেরে নিগার সুলতানা জ্যোতিদের সিরিজও হাতছাড়া হয়েছে। তবে এরপরও ব্যক্তিগত নৈপুণ্যে আলোচনায় টাইগ্রেস পেসার ফারিহা ইসলাম তৃঞ্চা। বিশ্বের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে তিনি দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। ১৯ রান খরচায় তৃষ্ণা শিকার করেন ৪ উইকেট।
তবে এমন অর্জনেও খুশি হতে পারছেন না এই বাঁ-হাতি টাইগ্রেস পেসার, ‘শুরুটা ভালো ছিল। আশাবাদী ছিলাম যে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব। শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করেছি। প্রত্যাশা ছিল ভালো কিছু করার চেষ্টা করব। অনেকদিন পর টি-টোয়েন্টি দলে ফিরলাম। দলকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। মাথায় চলতেছিল যে জায়গায় করব। আল্লাহ সহায় হলে যদি কিছু হয়। জিততে পারলে আনন্দটা দ্বিগুণ হতো।’
এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তৃষ্ণা। তবে তিনি ছাড়াও বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক আছে শুধু ফাহিমা খাতুনের। এছাড়া ওয়ানডেতে রুমানা আহমেদের। টি-টোয়েন্টিতে নিজের প্রথম হ্যাটট্রিক এবং বাংলাদেশের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করলেও, আফসোস ঝরেছে এই পেসারের কণ্ঠে। কেননা দলের জয়টায় মূখ্য মনে করেন তৃষ্ণা।
আরও পড়ুন
তৃষ্ণা আরও বলেন, ‘আফসোস তো অবশ্যই আছে। দলের অর্জন বড় হলেই নিজের অর্জনের আনন্দটা বেশি হয়। দল জিতলে এ আনন্দটা হয়তো আরও ভালোভাবে উদযাপন করা যেত। দলই সবার আগে। ভালো তো লাগেই। দ্বিতীয় হ্যাটট্রিকটা করতে পেরেছি। অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এটা করতে পেরেছি।’
উল্লেখ্য, নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করা মাত্র তৃতীয় বোলার বাংলাদেশের তৃষ্ণা। একাধিক হ্যাটট্রিক করেছেন আর কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এউকো।
এসএইচ/এএইচএস