সিলেট স্টেডিয়ামে মাসব্যাপী ইফতার আয়োজন

ক্রীড়া স্থাপনায় অথবা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে মাসব্যাপী ইফতারের নজির খুব একটা নেই। এবার সেই কাজটি করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। চলমান রমজানে মাসব্যাপী সিলেট স্টেডিয়ামে ইফতার করেছেন শহরের ছিন্নমূল ও অসহায় ব্যক্তিবর্গ।
সিলেট জেলা ক্রীড়া সংস্থা ইফতারের ব্যবস্থাপনায় থাকলেও এর সম্পূর্ণ অর্থায়ন করেছেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফে নির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম। তিনি এই উদ্যোগ নেওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘গতবারও মাসব্যাপী ইফতারের ব্যবস্থা ছিল। তবে এবার একটু বড় পরিসরে আয়োজন হয়েছে। প্রতিদিন আড়াই হাজার মানুষ এই ইফতারে অংশগ্রহণ করে। ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংস্থার খেলাধুলা আয়োজন ছাড়াও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে সেই ভাবনা থেকেই এমন উদ্যোগ।'
সিলেট স্টেডিয়ামের এই ইফতার আয়োজন পুরো সিলেটেই সাড়া ফেলেছে। ছিন্নমূল ও অসহায় ব্যক্তিদের জন্য ইফতার আয়োজনে শরীক হন সিলেট প্রশাসন ও সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সবাই এমন উদ্যোগের সাধুবাদ জানিয়ে আগামীতে নিজেদেরও সম্পৃক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

সিলেট জেলা ক্রীড়া সংস্থা মানবতার সেবায় অনেক কর্মকাণ্ডই গ্রহণ করে। সম্প্রতি সিলেটে বন্যার সময় স্টেডিয়ামে বানভাসি মানুষদের ঠাই হয়েছিল। এবার ইফতার আয়োজনও বেশ প্রশংসিত হয়েছে।
করোনার সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুস্থ মানুষদের প্রতিদিন ইফতার সরবরাহ করত। বাফুফের প্রয়াত মিডিয়া ম্যানেজার আহসান আহমেদ অমিত নিজ হাতে প্রতিদিন ঝুঁকি নিয়ে ইফতার বণ্টন করতেন। তবে বাফুফের ব্যবস্থাপনায় সেই ইফতারের পরিসরের গণ্ডি ছিল জনা পঞ্চাশের মতো।
এজেড/