জোড়া ফিফটিতে চেন্নাইয়ের বিপক্ষে বড় সংগ্রহ হায়দরাবাদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ রানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু। এরপর রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেও হারে ডেভিড ওয়ার্নাররা। নিজেদের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পেলেও সবশেষ ম্যাচে দিল্লির কাছে সুপার ওভারে হার। সবে মিলিয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান হায়দরাবাদের।
আজ (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে হায়দরাবাদ। যেখানে আগে ব্যাট করে দলে ফেরা মনিশ পান্ডে ও অধিনায়ক ওয়ার্নারের জোড়া ফিফটিতে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে হায়দরাবাদ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে করতে হবে ১৭২ রান।
এদিন টস জিতে আগে ব্যাট করেতে নামে হায়দরাবাদ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। শুরুতেই উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে বসে। ৭ রান করে ইংলিশ ব্যাটসম্যান আউট হলে মনিশকে নিয়ে দলের হাল ধরেন ওয়ার্নার। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৬ রান যোগ করেন দুজন।
ইনিংসের ১৮তম ওভারে লুঙ্গি এনগিডির বলে রবিন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। তার আগেই অবশ্য ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি। ৫৭ রানে সাজঘরে ফেরা ওয়ার্নার ৫৫ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ২টি ছয়ের মারে। ওয়ার্নারের ইনিংসটি টি-টোয়েন্টি সূলভ না হলেও ব্যাট চালিয়ে খেলেন মনিশ। ওয়ার্নারের আগেই ফিফটির স্বাদ পান তিনি। ৩৫ বলে পঞ্চাশের কোটা পূরণ করা এই ব্যাটসম্যান একই ওভারে এগিডির দ্বিতীয় শিকারে পরিণত হন ৬১ রান করে।
পরে অপরাজিত কেন উইলিয়ামসনের ১০ বলে ২৬ রানের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে কেদার যাদবের ৪ বলে ১২ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৭১ রান জমা করে সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ১৭২ রান।
টিআইএস