টানা পাঁচ জয়ে আইপিএলের শীর্ষে অপ্রতিরোধ্য চেন্নাই

চেন্নাই সুপার কিংসকে রুখবে কে? প্রথম ম্যাচে দিল্লির কাছে বড় ব্যবধানে হারের পর থেকেই যেন রীতিমতো বাঁধনহারা ধোনির দল। সর্বশেষ জয়টা তুলে নিয়েছে গতকাল রাতে। ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় দলটি। এর ফলে উঠে এসেছে আইপিএলের শীর্ষেও।
শুরুতে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টোর সঙ্গে উদ্বোধনি জুটিটা ঠিক জমেনি ডেভিড ওয়ার্নারের। ২০ বল থেকে এল মাত্র ২২। তখনই ফেরেন বেয়ারস্টো। এরপর বড় জুটি গড়েন ওয়ার্নার আর মনীশ পান্ডে। তবে তাদের জুটির ১৫ ওভারে আসে কেবল ১০৬ রান।
১৮তম ওভারে লুঙ্গি এনগিদির শিকার বনে যান দু’জনই। ওয়ার্নার করেন ৫৫ বলে ৫৭ রান, আর মনীশ করেন ৪৫ বলে ৬১ রান। এরপরই ক্রিজে আসেন কেন উইলিয়ামসন। করেন ১০ বলে ২৬। তার সঙ্গে কেদার যাদবও ছিলেন বেশ মারমুখী, ৪ বলে ১২ রানের ছোট্ট অথচ কার্যকর এক ইনিংস খেললে হায়দরাবাদের পুঁজিটা দাঁড়ায় ১৭১ রানের।
টি-টোয়েন্টির বিচারে পুঁজিটা নেহায়েত কম কিছু নয়। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসির উদ্বোধনী জুটিটাই ম্যাচ থেকে ছিটকে দেয় ডেভিড ওয়ার্নারের দলকে। ১৩ ওভারেই চেন্নাইকে এনে দেন ১২৯ রান। ৪৪ বলে ৭৫ রান করে ঋতুরাজ ফেরেন রশিদ খানের বনে।
পরের ওভারে এসে আবারও হানা রশিদের। এবার মইন আলী ও ডু প্লেসিকে ফেরান তিনি। তবে ততক্ষণে জয়ের বন্দর ভালোভাবেই চলে এসেছে চেন্নাইয়ের দৃষ্টিসীমায়। ৩০ বলে প্রয়োজনীয় ২৫ রান সহজেই তুলেছেন রবীন্দ্র জাদেজা আর সুরেশ রায়না। ফলে চলতি মৌসুমে টানা পঞ্চম জয় নিয়ে টেবিলের শীর্ষেও উঠে আসে চেন্নাই।
এনইউ