সাইফকে জেতাতে পারলেন না জামাল

দুর্বল রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ জাতীয় দল ও সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভুইয়া প্রথম একাদশে ছিলেন না। ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হল দ্বিতীয়ার্ধে নামান জামালকে। জামাল চলতি মৌসুমে আজই (শনিবার) প্রথম সাইফের জার্সি গায়ে নেমেছেন। কলকাতা মোহামেডানের হয়ে মাঝে আই লিগ খেলেছেন তিনি।
জামালের মতো ব্রিটিশ কোচ স্টুয়ার্টেরও যাত্রা শুরু হলো ড্র দিয়ে। রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানী রক্ষণাত্মক কৌশলে খেলা শুরু করেন। পাঁচ জন ডিফেন্ডার রাখেন তিনি।
এর মধ্যেও সাইফ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করে। ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেত মিস করেন বেশ কয়েকটি সুযোগ। কাউন্টার অ্যাটাকে পুরান ঢাকার ক্লাবটি গোলের সুযোগ পেয়ে মিস করে।
এ ড্রয়ে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং চতুর্থ স্থানে রয়েছে। সমানসংখ্যক ম্যাচে রহমতগঞ্জ ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।
এজেড/এমএইচ